দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে চিরকুট লিখে হাওয়া (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় পৌর শহরের ভাঙ্গাব্রিজ এলাকার স্বামীর বসতঘর থেকে পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করে।
মৃত গৃহবধূ উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশী গ্রামের কৃষক ফজলুল করিমের মেয়ে। তাঁর স্বামীর নাম হাসান মিয়া। স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন তাঁর স্বামী।
জানা যায়, তিন মাস আগে তাঁদের বিয়ে হয়। প্রতিদিনের মত সোমবার সকালে ইটভাটায় কাজ করতে চলে যান হাসান মিয়া। এরপর হাওয়া তাঁর শ্বশুরকে বলেন, তাঁকে বাপের বাড়ি নিয়ে যেতে। শ্বশুর তাঁকে নিয়ে যায় এবং সারা দিন সেখানে থেকে বিকেলে আবারও শ্বশুরের সঙ্গে চলে আসেন স্বামীর বাড়ি।
এরপর শ্বশুর তাঁকে বাসায় রেখে বাজারে চলে যান। এরপর এক প্রতিবেশী হাওয়াদের বাড়িতে গেলে তাঁকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। এ সময় ওই প্রতিবেশীর চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর আগে হাওয়া একটি চিরকুটে লেখেন, ‘আমি নিজের ইচ্ছায় মরেছি, এতে আমার স্বামীর কোনো অন্যায় নেই। আমি মরলে যেন আমার স্বামী আরেকটা বিয়ে করে। আমি খারাপ মানুষ, তাই মরে যাচ্ছি। আমি মরলে আমার সব জিনিসপত্র আমার বাড়িতে যেন আমার মা বাবার কাছে দিয়ে দেওয়া হয়।’
চিরকুট পাওয়ার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আগামীকাল মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।’

নেত্রকোনার দুর্গাপুরে চিরকুট লিখে হাওয়া (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় পৌর শহরের ভাঙ্গাব্রিজ এলাকার স্বামীর বসতঘর থেকে পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করে।
মৃত গৃহবধূ উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশী গ্রামের কৃষক ফজলুল করিমের মেয়ে। তাঁর স্বামীর নাম হাসান মিয়া। স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন তাঁর স্বামী।
জানা যায়, তিন মাস আগে তাঁদের বিয়ে হয়। প্রতিদিনের মত সোমবার সকালে ইটভাটায় কাজ করতে চলে যান হাসান মিয়া। এরপর হাওয়া তাঁর শ্বশুরকে বলেন, তাঁকে বাপের বাড়ি নিয়ে যেতে। শ্বশুর তাঁকে নিয়ে যায় এবং সারা দিন সেখানে থেকে বিকেলে আবারও শ্বশুরের সঙ্গে চলে আসেন স্বামীর বাড়ি।
এরপর শ্বশুর তাঁকে বাসায় রেখে বাজারে চলে যান। এরপর এক প্রতিবেশী হাওয়াদের বাড়িতে গেলে তাঁকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। এ সময় ওই প্রতিবেশীর চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর আগে হাওয়া একটি চিরকুটে লেখেন, ‘আমি নিজের ইচ্ছায় মরেছি, এতে আমার স্বামীর কোনো অন্যায় নেই। আমি মরলে যেন আমার স্বামী আরেকটা বিয়ে করে। আমি খারাপ মানুষ, তাই মরে যাচ্ছি। আমি মরলে আমার সব জিনিসপত্র আমার বাড়িতে যেন আমার মা বাবার কাছে দিয়ে দেওয়া হয়।’
চিরকুট পাওয়ার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আগামীকাল মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।’

চট্টগ্রামে চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।
৩৬ মিনিট আগে
দেশনেত্রী খালেদা জিয়া একটা কথা বলে গেছেন—বাংলাদেশ হবে রেইনবো নেশন। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। সব রং মিলে রংধনু হয়েছে, সেই দেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।
১ ঘণ্টা আগে
নির্বাচনে অংশ নিতে অন্য দলে যোগ দেওয়া কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। তাঁরা হলেন মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নুরে আলম হামিদী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে