কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় শারমিন আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার থানা-পুলিশ উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৈলাটি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় একটি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের গনি মিয়ার মেয়ে সে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে পরে বসতঘরের একটি কক্ষে ঘুমাতে যায় ওই ছাত্রী। এ অবস্থায় তার মা ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বসতঘরের আড়ার সঙ্গে মেয়েকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। পরে খবর পেয়ে আজ শনিবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে জনতা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী শারমিন আক্তারের এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। ঘটনাটি খুবই মর্মান্তিক। এতে আমরাও শোকাহত। তবে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে তাঁর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের দাবি করছি।’
এ ব্যাপারে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আলীমুর রাজি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য স্কুলছাত্রী শারমিনের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নেত্রকোনার কেন্দুয়ায় শারমিন আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার থানা-পুলিশ উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৈলাটি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় একটি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের গনি মিয়ার মেয়ে সে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে পরে বসতঘরের একটি কক্ষে ঘুমাতে যায় ওই ছাত্রী। এ অবস্থায় তার মা ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বসতঘরের আড়ার সঙ্গে মেয়েকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। পরে খবর পেয়ে আজ শনিবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে জনতা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী শারমিন আক্তারের এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। ঘটনাটি খুবই মর্মান্তিক। এতে আমরাও শোকাহত। তবে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে তাঁর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের দাবি করছি।’
এ ব্যাপারে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আলীমুর রাজি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য স্কুলছাত্রী শারমিনের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৮ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে