Ajker Patrika

ঘরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

প্রতিনিধি, দুর্গাপুর (নেত্রকোনা)
ঘরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে নিজ বসত ঘরে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আসাদ মিয়া (৩৬) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত চালক ওই এলাকার আমজাদ আলীর ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদ মিয়া সারা দিন জমিতে কৃষি কাজ করে বিকেলে নিজের অটোরিকশা পরিষ্কার ও ধোয়ামোছা করেন। এরপর সন্ধ্যায় অটোরিকশাটি নিজ বসতঘরে নিয়ে গিয়ে চার্জ দিতে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন। এ সময় তিনি চিৎকার দিলে তাঁর পরিবারের লোকজন এসে মেইন সুইচ বন্ধ করে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করে। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত