প্রতিনিধি, লালপুর (নাটোর)

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নাটোরের লালপুরের কামারেরা। লকডাউন শিথিল হওয়ায় তাঁরা কোরবানির গোশত কাটার কাজে ব্যবহৃত দা, ছুড়ি, বটি তৈরি ও মেরামত কাজে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পশু জবাই ও গোশত তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন দাম ও নানা আকারের ছুরি তৈরির কাজ করছেন কামারিরা। প্রতিটির দাম বলা হচ্ছে ৫০ থেকে ১০০০ টাকা।
লালপুর কলেজ মোড় কামার পল্লির নব কর্মকার জানান, ৪৫ বছর যাবৎ এ কাজ করছেন। বাপ দাদার এ পেশায় বর্তমানে তাঁর ছোট ভাইসহ আরও দুই ছেলে এ কাজে তাঁকে সাহায্য করেন।
মোহরকয়া গ্রামের সোনা কর্মকার (৭০) জানান, তিনি প্রায় ৫০ বছর ধরে এ পেশায় আছেন। তাঁর ছেলে ও নাতিরাও এ পেশার সঙ্গে জড়িত।
উত্তরলালপুর গ্রামের রাজকুমার সরকার (৩২) বলেন, একজন কারিগর নিয়ে প্রায় মাস ধরে কোরবানি জন্য ছুরি তৈরি করছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ফুরসত পাচ্ছি না। লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার পশুহাটগুলো জমে উঠেছে। এরই মধ্যে অনেকে অস্ত্র সংগ্রহ করতে কামারশালায় ভিড় করছেন।
লালপুর বাজারের দুলাল কামার বলেন, এক মণ পাথর কয়লা ১৮ শত থেকে দু'হাজার টাকায় কিনতে হয়। কাঠ কয়লা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। প্রতি কেজি লোহা ৬৫ থেকে ৭০ টাকায় কিনতে হয়। চাপাতি বানানোর স্প্রিং ১১০ থেকে ১১৫ টাকায় কিনতে হয়। সেই তুলনায় মজুরি পাওয়া যায় না। তাই অনেক লোকসানের মধ্যে পড়তে হয়।
কামারের কাছে আসা বুধপাড়া গ্রামের মাহমুদ হাসান জানান, এবার কোরবানিতে একটি ছাগল কিনেছি। গোশত তৈরির জন্য কামারের দোকানে অস্ত্র মেরামত করার জন্য এসেছেন। কিন্তু দোকানে অনেক ভিড় থাকায় অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নাটোরের লালপুরের কামারেরা। লকডাউন শিথিল হওয়ায় তাঁরা কোরবানির গোশত কাটার কাজে ব্যবহৃত দা, ছুড়ি, বটি তৈরি ও মেরামত কাজে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পশু জবাই ও গোশত তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন দাম ও নানা আকারের ছুরি তৈরির কাজ করছেন কামারিরা। প্রতিটির দাম বলা হচ্ছে ৫০ থেকে ১০০০ টাকা।
লালপুর কলেজ মোড় কামার পল্লির নব কর্মকার জানান, ৪৫ বছর যাবৎ এ কাজ করছেন। বাপ দাদার এ পেশায় বর্তমানে তাঁর ছোট ভাইসহ আরও দুই ছেলে এ কাজে তাঁকে সাহায্য করেন।
মোহরকয়া গ্রামের সোনা কর্মকার (৭০) জানান, তিনি প্রায় ৫০ বছর ধরে এ পেশায় আছেন। তাঁর ছেলে ও নাতিরাও এ পেশার সঙ্গে জড়িত।
উত্তরলালপুর গ্রামের রাজকুমার সরকার (৩২) বলেন, একজন কারিগর নিয়ে প্রায় মাস ধরে কোরবানি জন্য ছুরি তৈরি করছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ফুরসত পাচ্ছি না। লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার পশুহাটগুলো জমে উঠেছে। এরই মধ্যে অনেকে অস্ত্র সংগ্রহ করতে কামারশালায় ভিড় করছেন।
লালপুর বাজারের দুলাল কামার বলেন, এক মণ পাথর কয়লা ১৮ শত থেকে দু'হাজার টাকায় কিনতে হয়। কাঠ কয়লা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। প্রতি কেজি লোহা ৬৫ থেকে ৭০ টাকায় কিনতে হয়। চাপাতি বানানোর স্প্রিং ১১০ থেকে ১১৫ টাকায় কিনতে হয়। সেই তুলনায় মজুরি পাওয়া যায় না। তাই অনেক লোকসানের মধ্যে পড়তে হয়।
কামারের কাছে আসা বুধপাড়া গ্রামের মাহমুদ হাসান জানান, এবার কোরবানিতে একটি ছাগল কিনেছি। গোশত তৈরির জন্য কামারের দোকানে অস্ত্র মেরামত করার জন্য এসেছেন। কিন্তু দোকানে অনেক ভিড় থাকায় অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
রাতে দুই ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তাঁরা বলেন, বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী সমর্থন দিতে। ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
১৮ মিনিট আগে
কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ৩৫ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা। আজ রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের বৈঠক শেষে এ কথা জানান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
২২ মিনিট আগে
মোবাইলে ইউবোর্ড অ্যাপস ইনস্টল করে খুব সহজে ডিজিটাল মাধ্যমে মাতৃভাষার বর্ণমালা দিয়ে লিখতে পারবেন বাংলাদেশের চাকমা, মারমা ও ম্রো জনগোষ্ঠীর লোকজন। একই অ্যাপস দিয়ে লিখতে পারবেন বাংলা এবং ইংরেজি ভাষায়ও।
২৭ মিনিট আগে