প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে রাস্তা সংস্কারের ৪ দিনেই কার্পেটিং উঠে গেছে। কেউ হাত-পা দিয়ে আঁচড় দিলেই পিচ উঠে যাচ্ছে বলে জানিয়েছে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। এ কার্পেটিং কাজের দায়িত্বে থাকা লালপুরের দুই প্রকৌশলীকে এ অবস্থা হওয়ার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন নাটোরের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী।
উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার রাধাকৃষ্ণপুর কালীমন্দির থেকে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭০ লাখ টাকা ব্যয় প্রায় ১ কিলোমিটার রাস্তায় তিনটি কালভার্টসহ রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়। এ কাজটির দায়িত্ব পান এসএম সামছুল ইসলাম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এসএম সামছুল ইসলাম নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও সংস্কার কাজটি করেন ঠিকাদার বাবু।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, প্রথমে স্থানীয়রা ছবি তুলে সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দিলে (ভাইরাল) নাটোরের স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের নজরে আসে। তিনি তাৎক্ষণিক এলজিইডির ল্যাবরেটরি সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে তদন্তর জন্য পাঠিয়ে দেন। ওই রাস্তার কাজে ব্যবহৃত মালামালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি পাওয়া যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই রাস্তার কার্পেটিংয়ের কাজ মাত্র ৪-৫ দিন হল শেষ হয়েছে। কিন্তু কার্পেটিং এতই নিম্নমানের করা হয়েছে কেউ হাত দিয়ে আঁচড় দিলে রুটির মতো গোল হয়ে উঠে যাচ্ছে। আবার পা দিয়ে ঘষা দিলে পিচ উঠে যায়।
নিম্নমানের কাজের বিষয়ে ঠিকাদার বাবু বলেন, বিটুমিন কম থাকার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে নির্বাহী প্রকৌশলীর নির্দেশনা মতে পুনরায় কাজটি করে দেওয়া হবে।
নাটোর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে আসার পরই ল্যাবরেটরি প্রকৌশলীকে পাঠিয়ে মালামাল পরীক্ষা করা হয়। পরীক্ষাগারে ত্রুটি ধরা পড়ায় একাজে তদারকির দায়িত্বে থাকা লালপুর উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার আলী ও উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নির্বাহী প্রকৌশলী আরও বলে, ঠিকাদারকে চিঠি দিয়ে পুনরায় কাজ করার জন্য বলা হয়েছে। সংস্কার কাজ ঠিকমতো না হওয়া পর্যন্ত ঠিকাদারকে বিল পরিশোধ করা হবে না।

নাটোরের লালপুরে রাস্তা সংস্কারের ৪ দিনেই কার্পেটিং উঠে গেছে। কেউ হাত-পা দিয়ে আঁচড় দিলেই পিচ উঠে যাচ্ছে বলে জানিয়েছে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। এ কার্পেটিং কাজের দায়িত্বে থাকা লালপুরের দুই প্রকৌশলীকে এ অবস্থা হওয়ার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন নাটোরের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী।
উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার রাধাকৃষ্ণপুর কালীমন্দির থেকে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭০ লাখ টাকা ব্যয় প্রায় ১ কিলোমিটার রাস্তায় তিনটি কালভার্টসহ রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়। এ কাজটির দায়িত্ব পান এসএম সামছুল ইসলাম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এসএম সামছুল ইসলাম নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও সংস্কার কাজটি করেন ঠিকাদার বাবু।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, প্রথমে স্থানীয়রা ছবি তুলে সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দিলে (ভাইরাল) নাটোরের স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের নজরে আসে। তিনি তাৎক্ষণিক এলজিইডির ল্যাবরেটরি সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে তদন্তর জন্য পাঠিয়ে দেন। ওই রাস্তার কাজে ব্যবহৃত মালামালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি পাওয়া যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই রাস্তার কার্পেটিংয়ের কাজ মাত্র ৪-৫ দিন হল শেষ হয়েছে। কিন্তু কার্পেটিং এতই নিম্নমানের করা হয়েছে কেউ হাত দিয়ে আঁচড় দিলে রুটির মতো গোল হয়ে উঠে যাচ্ছে। আবার পা দিয়ে ঘষা দিলে পিচ উঠে যায়।
নিম্নমানের কাজের বিষয়ে ঠিকাদার বাবু বলেন, বিটুমিন কম থাকার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে নির্বাহী প্রকৌশলীর নির্দেশনা মতে পুনরায় কাজটি করে দেওয়া হবে।
নাটোর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে আসার পরই ল্যাবরেটরি প্রকৌশলীকে পাঠিয়ে মালামাল পরীক্ষা করা হয়। পরীক্ষাগারে ত্রুটি ধরা পড়ায় একাজে তদারকির দায়িত্বে থাকা লালপুর উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার আলী ও উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নির্বাহী প্রকৌশলী আরও বলে, ঠিকাদারকে চিঠি দিয়ে পুনরায় কাজ করার জন্য বলা হয়েছে। সংস্কার কাজ ঠিকমতো না হওয়া পর্যন্ত ঠিকাদারকে বিল পরিশোধ করা হবে না।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
রাতে দুই ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তাঁরা বলেন, বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী সমর্থন দিতে। ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
১৯ মিনিট আগে
কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ৩৫ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা। আজ রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের বৈঠক শেষে এ কথা জানান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
২২ মিনিট আগে
মোবাইলে ইউবোর্ড অ্যাপস ইনস্টল করে খুব সহজে ডিজিটাল মাধ্যমে মাতৃভাষার বর্ণমালা দিয়ে লিখতে পারবেন বাংলাদেশের চাকমা, মারমা ও ম্রো জনগোষ্ঠীর লোকজন। একই অ্যাপস দিয়ে লিখতে পারবেন বাংলা এবং ইংরেজি ভাষায়ও।
২৭ মিনিট আগে