নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় স্ত্রীর পরকীয়া প্রেমের জেরে স্বামীর ফালার আঘাতে আহত প্রেমিক রহিদুল ইসলাম (৪৫) নামের এক গ্রাম্য ডাক্তার চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নাটোর উপজেলার ক্ষুদ্রবাড়িয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মহসিন আলী ভুট্টর স্ত্রী জোসনার সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। বারবার চেষ্টা করেও স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে ব্যর্থ হন মহসিন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে মহসিন আলী ভুট্ট ডাক্তার রহিদুল ইসলামকে পীরগাছা বাজারের দোকান থেকে বাড়ি ফেরার পথে ফালা দিয়ে আঘাত করেন। ফালার আঘাতে রহিদুর গুরুতর আহত হন।
এলাকার লোকজনের কাছে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় রহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। নিহত রহিদুল ইসলাম উপজেলার ক্ষুদ্রবাড়িয়াহাটি গ্রামের আবুল কাসেম মন্ডলের ছেলে। এবং মহসিন আলী ভুট্ট (৩৫) কোমরপুর গ্রামের মকসেদ আলীর ছেলে।
নলডাঙ্গা থানা-পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মহসিন আলী ভুট্ট ফালা দিয়ে আঘাত করে। ফালার আঘাতে গুরুতর আহত অবস্থায় রহিদুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাঁর স্বজনরা। ঘটনার ৭ দিন পর গতকাল রোববার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রহিদুর। সোমবার দুপুরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন বলেন, মহসিন আলী ভুট্টর স্ত্রী জোসনার সঙ্গে পল্লি চিকিৎসক রহিদুলের পরকীয়া সম্পর্ক ছিল। এর জের ধরে পল্লি চিকিৎসক রহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন মহসিন আলী ভুট্ট। কিন্তু জোসনা তাঁর স্বামী ভুট্টকে তালাক দিয়ে পল্লি চিকিৎসক রহিদুলকে বিয়ে করার ঘোষণা দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মহসিন আলী ভুট্ট গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় ফালা দিয়ে রহিদুলকে ফালা দিয়ে পেটে আঘাত করে জখম করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নাটোরের নলডাঙ্গায় স্ত্রীর পরকীয়া প্রেমের জেরে স্বামীর ফালার আঘাতে আহত প্রেমিক রহিদুল ইসলাম (৪৫) নামের এক গ্রাম্য ডাক্তার চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নাটোর উপজেলার ক্ষুদ্রবাড়িয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মহসিন আলী ভুট্টর স্ত্রী জোসনার সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। বারবার চেষ্টা করেও স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে ব্যর্থ হন মহসিন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে মহসিন আলী ভুট্ট ডাক্তার রহিদুল ইসলামকে পীরগাছা বাজারের দোকান থেকে বাড়ি ফেরার পথে ফালা দিয়ে আঘাত করেন। ফালার আঘাতে রহিদুর গুরুতর আহত হন।
এলাকার লোকজনের কাছে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় রহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। নিহত রহিদুল ইসলাম উপজেলার ক্ষুদ্রবাড়িয়াহাটি গ্রামের আবুল কাসেম মন্ডলের ছেলে। এবং মহসিন আলী ভুট্ট (৩৫) কোমরপুর গ্রামের মকসেদ আলীর ছেলে।
নলডাঙ্গা থানা-পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মহসিন আলী ভুট্ট ফালা দিয়ে আঘাত করে। ফালার আঘাতে গুরুতর আহত অবস্থায় রহিদুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাঁর স্বজনরা। ঘটনার ৭ দিন পর গতকাল রোববার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রহিদুর। সোমবার দুপুরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন বলেন, মহসিন আলী ভুট্টর স্ত্রী জোসনার সঙ্গে পল্লি চিকিৎসক রহিদুলের পরকীয়া সম্পর্ক ছিল। এর জের ধরে পল্লি চিকিৎসক রহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন মহসিন আলী ভুট্ট। কিন্তু জোসনা তাঁর স্বামী ভুট্টকে তালাক দিয়ে পল্লি চিকিৎসক রহিদুলকে বিয়ে করার ঘোষণা দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মহসিন আলী ভুট্ট গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় ফালা দিয়ে রহিদুলকে ফালা দিয়ে পেটে আঘাত করে জখম করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে