রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় নিহত হন ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া। গত বুধবার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (২৩ মে) ময়নাতদন্ত শেষে নিহত সুমন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। খুনিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু।
নিহত সুমন মিয়া আওয়ামী লীগ নেতা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি উপজেলার চরসোবুদ্ধী ইউপি চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনের ছেলে।
উপজেলার সিরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও মাগরিবের পর নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সুমন মিয়াকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন।
সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু বলেন, ‘আমি ৬২ সালে আইয়ুব বিরোধী আন্দোলন ও ৬৯ নির্বাচনের পর ইয়াহিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। জাতীয় নির্বাচনে যারা আমার প্রতিপক্ষ হয়ে নির্বাচন করেছে তারাই গোপন মিটিং করে আমাকেও হুমকি দিচ্ছিল। কারও চোখ রাঙানিতে ভয় পাই না। সুমনের মতো ভালো ছেলেকে যারা হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে মাসু জুয়েল, রুবেল জড়িত। সন্ত্রাসীদের ধারায় রায়পুরা চলতে পারে না। আপনাদের কাছে অনুরোধ রুবেলের যে সন্ধান দিতে পারবে তাঁকে আমি ১ লাখ টাকা পুরস্কার দেব। প্রশাসনকে বলছি, এ ঘটনায় আপনারা যদি ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকশানে না যান, তাহলে ঢাকার সঙ্গে জেলার যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।’
প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে নিহত সুমন মিয়ার বাবা নাসির উদ্দীন বলেন, ‘আপনি অনেকের জন্য অনেক কিছু করেছেন। আমি বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান। আমি নিজের খেয়ে এলাকাবাসীর জন্য কামলা খাটি। প্রধানমন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার চাই।’
এদিকে এ ঘটনায় দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। এ নিয়ে জেলা জুড়ে থমথমে বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আটকদের একজন হলেন মো. আল আমিন (২৩), অপরজনের নাম জানা যায়নি। আটকদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়পুরা থানার উপপরিদর্শক আব্দুল হালিম বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
আরও পড়ুন:

নরসিংদীর রায়পুরায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় নিহত হন ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া। গত বুধবার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (২৩ মে) ময়নাতদন্ত শেষে নিহত সুমন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। খুনিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু।
নিহত সুমন মিয়া আওয়ামী লীগ নেতা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি উপজেলার চরসোবুদ্ধী ইউপি চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনের ছেলে।
উপজেলার সিরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও মাগরিবের পর নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সুমন মিয়াকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন।
সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু বলেন, ‘আমি ৬২ সালে আইয়ুব বিরোধী আন্দোলন ও ৬৯ নির্বাচনের পর ইয়াহিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। জাতীয় নির্বাচনে যারা আমার প্রতিপক্ষ হয়ে নির্বাচন করেছে তারাই গোপন মিটিং করে আমাকেও হুমকি দিচ্ছিল। কারও চোখ রাঙানিতে ভয় পাই না। সুমনের মতো ভালো ছেলেকে যারা হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে মাসু জুয়েল, রুবেল জড়িত। সন্ত্রাসীদের ধারায় রায়পুরা চলতে পারে না। আপনাদের কাছে অনুরোধ রুবেলের যে সন্ধান দিতে পারবে তাঁকে আমি ১ লাখ টাকা পুরস্কার দেব। প্রশাসনকে বলছি, এ ঘটনায় আপনারা যদি ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকশানে না যান, তাহলে ঢাকার সঙ্গে জেলার যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।’
প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে নিহত সুমন মিয়ার বাবা নাসির উদ্দীন বলেন, ‘আপনি অনেকের জন্য অনেক কিছু করেছেন। আমি বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান। আমি নিজের খেয়ে এলাকাবাসীর জন্য কামলা খাটি। প্রধানমন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার চাই।’
এদিকে এ ঘটনায় দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। এ নিয়ে জেলা জুড়ে থমথমে বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আটকদের একজন হলেন মো. আল আমিন (২৩), অপরজনের নাম জানা যায়নি। আটকদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়পুরা থানার উপপরিদর্শক আব্দুল হালিম বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
আরও পড়ুন:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৪ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে