Ajker Patrika

রায়পুরায় কচুরিপানার নিচ থেকে মিলল অজ্ঞাত যুবকের লাশ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় কচুরিপানার নিচ থেকে মিলল অজ্ঞাত যুবকের লাশ

নরসিংদীর রায়পুরায় একটি মজাপুকুরের কচুরিপানার নিচে আটকে থাকা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকীপুরা গ্রামের ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০। তাঁর পড়নে ছিল সাদা চেক শার্ট। পড়নের লুঙিটি আলাদা অবস্থায় পাশেই পাওয়া যায়। সন্ধ্যা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকা থেকে দুর্গন্ধ আসছিল। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে স্থানীয়রা দেখতে পান, ওই পুকুরের কচুরিপানার ভেতরে একজনের লাশ ভেসে আছে। 

এই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে জড়ো হয়ে যান। বিকেল ৫টার দিকে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব সেখানে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। পরে সন্ধ্যায় তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

জানতে চাইলে মীর মাহবুব জানান, লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন চিনতে পারছেন না। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত