রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় এলাকাবাসীর গণস্বাক্ষর ও লিখিত আবেদনের পর নাটক ও যাত্রাপালা বন্ধ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সন্ধ্যার দিকে যাত্রাপালা বন্ধ করা হয়।
স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই বাহাদুরপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বাজারটির পাশেই একটি খোলা মাঠে যাত্রা মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়। আজ সোমবার রাতে সেখানে যাত্রাপালা মঞ্চায়িত হওয়ার কথা। প্যান্ডেলটির পাশাপাশি দুটি মাদ্রাসা থাকায় সেটি বন্ধ করার পক্ষে গণস্বাক্ষর করেন স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন মাদ্রাসার অধ্যক্ষ উসমান গণি। পরে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল এসে মঞ্চ উঠিয়ে দেন।
এ নিয়ে জানতে চাইলে স্থানীয় এক মাদ্রাসার প্রিন্সিপাল উসমান গণি বলেন, ‘বাহাদুরপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে অনেক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের বসবাস। বাহাদুরপুর বাজার ব্যবসায়ীরা একটি খোলা মাঠে ‘আলোমতি প্রেম কুমার’ নামে একটি যাত্রাপালার আয়োজন করেছেন। এর ঠিক পাশেই দুটি মাদরাসা। এখানে যাত্রাপালা আয়োজন করায় ধর্মপ্রাণ সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা রয়েছে। যাত্রা বন্ধের জন্য স্থানীয়দের গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করি।’
উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘ওই এলাকার সারা মানুষ যাত্রা না হওয়ার পক্ষে। এ নিয়ে এলাকায় যদি দাঙা হাঙামা হওয়ার সম্ভাবনা রয়েছে। নিহতের মত বড় ঘটনাও ঘটতে পারে। শোনলাম প্রশাসনের লোকজন এসে বন্ধ করে দিয়েছে।’
এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য এবং উত্তর বাখর নগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবু চাঁন বলেন, ‘এসিল্যান্ড স্যার ও পুলিশ এসে সন্ধ্যায় যাত্রা বন্ধ করে গেছেন। এ বিষয়ে আর কোনো কথা বলব না।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো শফিকুল ইসলাম বলেন, ‘গনস্বাক্ষরসহ আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রা বন্ধসহ মঞ্চ ও প্যান্ডেল উঠিয়ে দেওয়া হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. আজগর হোসেন বলেন, ‘এ ব্যাপারে রায়পুরা থানার ওসির সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, যাত্রাপালা জন্য থানা থেকে কেউ অনুমতি নেননি। তাই সেখানে কিছু করার সুযোগ নেই।’

নরসিংদীর রায়পুরায় এলাকাবাসীর গণস্বাক্ষর ও লিখিত আবেদনের পর নাটক ও যাত্রাপালা বন্ধ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সন্ধ্যার দিকে যাত্রাপালা বন্ধ করা হয়।
স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই বাহাদুরপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বাজারটির পাশেই একটি খোলা মাঠে যাত্রা মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়। আজ সোমবার রাতে সেখানে যাত্রাপালা মঞ্চায়িত হওয়ার কথা। প্যান্ডেলটির পাশাপাশি দুটি মাদ্রাসা থাকায় সেটি বন্ধ করার পক্ষে গণস্বাক্ষর করেন স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন মাদ্রাসার অধ্যক্ষ উসমান গণি। পরে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল এসে মঞ্চ উঠিয়ে দেন।
এ নিয়ে জানতে চাইলে স্থানীয় এক মাদ্রাসার প্রিন্সিপাল উসমান গণি বলেন, ‘বাহাদুরপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে অনেক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের বসবাস। বাহাদুরপুর বাজার ব্যবসায়ীরা একটি খোলা মাঠে ‘আলোমতি প্রেম কুমার’ নামে একটি যাত্রাপালার আয়োজন করেছেন। এর ঠিক পাশেই দুটি মাদরাসা। এখানে যাত্রাপালা আয়োজন করায় ধর্মপ্রাণ সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা রয়েছে। যাত্রা বন্ধের জন্য স্থানীয়দের গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করি।’
উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘ওই এলাকার সারা মানুষ যাত্রা না হওয়ার পক্ষে। এ নিয়ে এলাকায় যদি দাঙা হাঙামা হওয়ার সম্ভাবনা রয়েছে। নিহতের মত বড় ঘটনাও ঘটতে পারে। শোনলাম প্রশাসনের লোকজন এসে বন্ধ করে দিয়েছে।’
এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য এবং উত্তর বাখর নগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবু চাঁন বলেন, ‘এসিল্যান্ড স্যার ও পুলিশ এসে সন্ধ্যায় যাত্রা বন্ধ করে গেছেন। এ বিষয়ে আর কোনো কথা বলব না।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো শফিকুল ইসলাম বলেন, ‘গনস্বাক্ষরসহ আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রা বন্ধসহ মঞ্চ ও প্যান্ডেল উঠিয়ে দেওয়া হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. আজগর হোসেন বলেন, ‘এ ব্যাপারে রায়পুরা থানার ওসির সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, যাত্রাপালা জন্য থানা থেকে কেউ অনুমতি নেননি। তাই সেখানে কিছু করার সুযোগ নেই।’

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৪ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
৬ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২৪ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে