প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরা উপজেলার কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পার্চিং পদ্ধতি। পার্চিং হচ্ছে খেতে ডালপালা পুঁতে দেওয়া। ফসলের জমিতে ডাল, কঞ্চি, বাঁশের খুঁটি পুঁতে পাখি বসার ব্যবস্থা করলে পাখি ক্ষতিকারক পোকার মথ, বাচ্চা, ডিম খেয়ে পোকা দমন করে। মূলত ফিঙে, শালিক, বুলবুলি, শ্যামা, দোয়েল, সাত ভায়রা পাখি পার্চিংয়ে বসে পোকা শিকার করে খায়। ফসলের পোকা দমনের এ পদ্ধতি ব্যয়বিহীন ও পরিবেশবান্ধব।
ফসলের খেতে ডেড পার্চিং ও লাইভ পার্চিং দুটিই করা যায়। ধান রোপণের পরপরই পার্চিং স্থাপন করতে হয়। ফসলের সর্বোচ্চ উচ্চতা থেকে কমপক্ষে এক ফুট উচ্চতায় পার্চিং করা উচিত। কৃষকেরা কীটনাশকের ব্যবহার কমিয়ে পার্চিংয়ের পদ্ধতির দিকে ঝুঁকছেন। আগে ডেথ পার্চিং বেশি দেখা গেলেও এখন লাইভ পার্চিংয়েও আগ্রহ দেখাচ্ছেন অনেকে।
সরেজমিনে দেখা যায়, কৃষকেরা আউশের জমির কিছুদূর পরপর বাঁশ, কঞ্চি ও গাছের ডাল প্রভৃতি পুঁতে রেখেছেন। জমির আইলের পাশে এবং মাঝখানে খুঁটি পুঁতে রেখেছেন। এসব খুঁটিতে বসে পোকামাকড় খাচ্ছে ফিঙে, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি।
উপজেলা অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৩৪০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫৬০ হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে। আউশ ধান ঘরে তুলতে আমন ও বোরো ধানের চেয়ে প্রায় ৩০ দিনের কম সময় লাগে। দ্রুত ফসল ঘরে তোলা যায় বলে এ ধান চাষে কৃষকের আগ্রহ বেশি।
উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের আবদুস ছালাম বলেন, `দুই একর জমিতে আউশ ধানের চাষ করেছি। জমিতে ২২টি বাঁশের কঞ্চি ও গাছের ডাল পুঁতে দিলাম। সেখানে পাখি এসে বসছে। ক্ষতিকর পোকামাকড় ধরে খাচ্ছে। এই পদ্ধতি আমাদের খুব উপকারে আসছে।'
উত্তর বাখরনগর গ্রামের কৃষক স্বপন বিশ্বাস বলেন, `পোকামাকড়ের হাত থেকে ধানের গাছ রক্ষা করতে চারা লাগানোর মাসখানেকের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে গাছের ডাল ও কঞ্চি পুঁতে রেখেছি। পাখিগুলো ক্ষতিকর পোকামাকড় ধরে খাচ্ছে। আগে জমিতে তিন-চার দফা কীটনাশক ব্যবহার করতে হতো, এ বছর মাত্র একবার কীটনাশক ব্যবহার করেছি। ফলে খরচ কম হয়েছে।'
উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান বলেন, `লাইভ পার্চিংয়ে একদিকে পোকা দমন হয়, তেমনি এসব গাছের পাতা জমিতে পড়ে নাইট্রোজেন সারের মাত্রাও বাড়াচ্ছে। ক্ষতিকর পোকা দমনে পার্চিং পদ্ধতি খুব কার্যকর। এই পদ্ধতি কাজে লাগালে কীটনাশকের ব্যবহার কমে যায়। উৎপাদন খরচ কমে। কৃষকদের মাঝে এই পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলায় প্রতিবছর একটু একটু করে পার্চিং বাড়ছে। এতে কৃষকেরা উপকার পাচ্ছেন। কীটনাশক কম লাগায় উপজেলার কৃষকেরা বেজায় খুশি।'

নরসিংদীর রায়পুরা উপজেলার কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পার্চিং পদ্ধতি। পার্চিং হচ্ছে খেতে ডালপালা পুঁতে দেওয়া। ফসলের জমিতে ডাল, কঞ্চি, বাঁশের খুঁটি পুঁতে পাখি বসার ব্যবস্থা করলে পাখি ক্ষতিকারক পোকার মথ, বাচ্চা, ডিম খেয়ে পোকা দমন করে। মূলত ফিঙে, শালিক, বুলবুলি, শ্যামা, দোয়েল, সাত ভায়রা পাখি পার্চিংয়ে বসে পোকা শিকার করে খায়। ফসলের পোকা দমনের এ পদ্ধতি ব্যয়বিহীন ও পরিবেশবান্ধব।
ফসলের খেতে ডেড পার্চিং ও লাইভ পার্চিং দুটিই করা যায়। ধান রোপণের পরপরই পার্চিং স্থাপন করতে হয়। ফসলের সর্বোচ্চ উচ্চতা থেকে কমপক্ষে এক ফুট উচ্চতায় পার্চিং করা উচিত। কৃষকেরা কীটনাশকের ব্যবহার কমিয়ে পার্চিংয়ের পদ্ধতির দিকে ঝুঁকছেন। আগে ডেথ পার্চিং বেশি দেখা গেলেও এখন লাইভ পার্চিংয়েও আগ্রহ দেখাচ্ছেন অনেকে।
সরেজমিনে দেখা যায়, কৃষকেরা আউশের জমির কিছুদূর পরপর বাঁশ, কঞ্চি ও গাছের ডাল প্রভৃতি পুঁতে রেখেছেন। জমির আইলের পাশে এবং মাঝখানে খুঁটি পুঁতে রেখেছেন। এসব খুঁটিতে বসে পোকামাকড় খাচ্ছে ফিঙে, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি।
উপজেলা অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৩৪০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫৬০ হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে। আউশ ধান ঘরে তুলতে আমন ও বোরো ধানের চেয়ে প্রায় ৩০ দিনের কম সময় লাগে। দ্রুত ফসল ঘরে তোলা যায় বলে এ ধান চাষে কৃষকের আগ্রহ বেশি।
উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের আবদুস ছালাম বলেন, `দুই একর জমিতে আউশ ধানের চাষ করেছি। জমিতে ২২টি বাঁশের কঞ্চি ও গাছের ডাল পুঁতে দিলাম। সেখানে পাখি এসে বসছে। ক্ষতিকর পোকামাকড় ধরে খাচ্ছে। এই পদ্ধতি আমাদের খুব উপকারে আসছে।'
উত্তর বাখরনগর গ্রামের কৃষক স্বপন বিশ্বাস বলেন, `পোকামাকড়ের হাত থেকে ধানের গাছ রক্ষা করতে চারা লাগানোর মাসখানেকের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে গাছের ডাল ও কঞ্চি পুঁতে রেখেছি। পাখিগুলো ক্ষতিকর পোকামাকড় ধরে খাচ্ছে। আগে জমিতে তিন-চার দফা কীটনাশক ব্যবহার করতে হতো, এ বছর মাত্র একবার কীটনাশক ব্যবহার করেছি। ফলে খরচ কম হয়েছে।'
উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান বলেন, `লাইভ পার্চিংয়ে একদিকে পোকা দমন হয়, তেমনি এসব গাছের পাতা জমিতে পড়ে নাইট্রোজেন সারের মাত্রাও বাড়াচ্ছে। ক্ষতিকর পোকা দমনে পার্চিং পদ্ধতি খুব কার্যকর। এই পদ্ধতি কাজে লাগালে কীটনাশকের ব্যবহার কমে যায়। উৎপাদন খরচ কমে। কৃষকদের মাঝে এই পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলায় প্রতিবছর একটু একটু করে পার্চিং বাড়ছে। এতে কৃষকেরা উপকার পাচ্ছেন। কীটনাশক কম লাগায় উপজেলার কৃষকেরা বেজায় খুশি।'

ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে