রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাগর মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ বুধবার ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সাগর মিয়া (২৬) নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এখন পর্যন্ত আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্বজনেরা আইনি জটিলতা এড়াতে নিজেরাই তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানা কারণে রাজিব গ্রুপ ও আনোয়ার গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। রাজিব গ্রুপের লোকজন দীর্ঘদিন ধরেই এলাকাছাড়া ছিল। বুধবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকা দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় রাজিব গ্রুপের লোকজন বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ বিভিন্ন স্থানে হামলা চালায়। প্রতিপক্ষ আনোয়ার গ্রুপের লোকজন প্রতিরোধ গড়তে গেলে দুই গ্রুপে সংঘর্ষ হয়। একপর্যায়ে গোলাগুলিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে সাগর মিয়ার (২৬) মৃত্যু হয়।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বলেন, সোনাকান্দি ও আমিরাবাদ গ্রামের পূর্ববিরোধসহ বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাগর মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ বুধবার ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সাগর মিয়া (২৬) নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এখন পর্যন্ত আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্বজনেরা আইনি জটিলতা এড়াতে নিজেরাই তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানা কারণে রাজিব গ্রুপ ও আনোয়ার গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। রাজিব গ্রুপের লোকজন দীর্ঘদিন ধরেই এলাকাছাড়া ছিল। বুধবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকা দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় রাজিব গ্রুপের লোকজন বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ বিভিন্ন স্থানে হামলা চালায়। প্রতিপক্ষ আনোয়ার গ্রুপের লোকজন প্রতিরোধ গড়তে গেলে দুই গ্রুপে সংঘর্ষ হয়। একপর্যায়ে গোলাগুলিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে সাগর মিয়ার (২৬) মৃত্যু হয়।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বলেন, সোনাকান্দি ও আমিরাবাদ গ্রামের পূর্ববিরোধসহ বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে তিনটি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত এক্সপ্রেসওয়ের পৃথক পৃথক স্থানে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগারহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিতে নিহত হয়েছেন। বিজিবির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত নাসিম উদ্দিন নিজের সার্ভিস রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
২৬ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ হয়ে পড়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে ৯টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে চারটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে