নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় শিম খেত থেকে মো. রফিক (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁকে উদ্ধার করা হয়। উপজেলার অলিপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহেবনগর গ্রামের ব্ল্যাক টোব্যাকোর নিকটবর্তী জমি থেকে হাত পা বাঁধা অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রফিক জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের যশোর গ্রামের মৃত মিনু মিয়ার ছেলে। পেশায় সে একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। স্ত্রী এক ছেলে ও এক মেয়ে নিয়ে চলছিল টানাটানির সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শিম খেতের ভেতরে এক বৃদ্ধের হাত পা বাঁধা মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে ভিড় করে। স্থানীয়রা রায়পুরা থানা-পুলিশকে জানালে সকাল ১০টার দিকে পুলিশ এসে মরদেহটির সুরতহাল সম্পন্ন করে উদ্ধার করে। স্থানীয় ও স্বজনদের ধারণা, রাতের আঁধারে কেউ ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে হাত-পা বেঁধে ব্যাটারিচালিত অটোরিকশা চালক রফিককে হত্যা করে এখানে ফেলে গেছে।
খবর পেয়ে দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিত কুমার ঘোষ, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আজিজুর রহমান, রায়পুরা থানার উপপরিদর্শক আরিফ প্রমুখ।
রফিকের প্রতিবেশী জনি বলেন, নিহত রফিক দীর্ঘদিন ধরে ভারায় রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছিলেন। গতকাল সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরেনি। খবর শুনে ঘটনাস্থলে এসে স্বজনেরা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন।
প্রতিবেশী ব্যাটারিচালিত অটোরিকশার মালিক সারওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সংবাদকর্মীদের সঙ্গে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। অলিপুরা ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন মাসুদ বলেন, আমি শুনেছি এক বয়স্ক পুরুষকে কে বা কারা হত্যা করে শিম খেতে ফেলে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান। তিনি বলেন, রফিক নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। তবে রহস্য উদ্ঘাটনে আমাদের সকল কর্ম তৎপরতা চলছে।

নরসিংদীর রায়পুরায় শিম খেত থেকে মো. রফিক (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁকে উদ্ধার করা হয়। উপজেলার অলিপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহেবনগর গ্রামের ব্ল্যাক টোব্যাকোর নিকটবর্তী জমি থেকে হাত পা বাঁধা অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রফিক জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের যশোর গ্রামের মৃত মিনু মিয়ার ছেলে। পেশায় সে একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। স্ত্রী এক ছেলে ও এক মেয়ে নিয়ে চলছিল টানাটানির সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শিম খেতের ভেতরে এক বৃদ্ধের হাত পা বাঁধা মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে ভিড় করে। স্থানীয়রা রায়পুরা থানা-পুলিশকে জানালে সকাল ১০টার দিকে পুলিশ এসে মরদেহটির সুরতহাল সম্পন্ন করে উদ্ধার করে। স্থানীয় ও স্বজনদের ধারণা, রাতের আঁধারে কেউ ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে হাত-পা বেঁধে ব্যাটারিচালিত অটোরিকশা চালক রফিককে হত্যা করে এখানে ফেলে গেছে।
খবর পেয়ে দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিত কুমার ঘোষ, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আজিজুর রহমান, রায়পুরা থানার উপপরিদর্শক আরিফ প্রমুখ।
রফিকের প্রতিবেশী জনি বলেন, নিহত রফিক দীর্ঘদিন ধরে ভারায় রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছিলেন। গতকাল সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরেনি। খবর শুনে ঘটনাস্থলে এসে স্বজনেরা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন।
প্রতিবেশী ব্যাটারিচালিত অটোরিকশার মালিক সারওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সংবাদকর্মীদের সঙ্গে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। অলিপুরা ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন মাসুদ বলেন, আমি শুনেছি এক বয়স্ক পুরুষকে কে বা কারা হত্যা করে শিম খেতে ফেলে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান। তিনি বলেন, রফিক নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। তবে রহস্য উদ্ঘাটনে আমাদের সকল কর্ম তৎপরতা চলছে।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১৪ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে