Ajker Patrika

ভূমিকম্পে নরসিংদীতে এক শিশুর মৃত্যু, বাবা আহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৮: ১৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভূমিকম্পের ঘটনায় নরসিংদীর সদর গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় শিশুটির বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (২১ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে স্বজনেরা তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ছেলে ওমরকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্পের সময় দেলোয়ার হোসেন ছেলে ওমরসহ তাঁর তিন সন্তানকে নিয়ে বাইরে যাচ্ছিলেন। এ সময় বাসার সানসেট ভেঙে তাঁদের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দেলোয়ার হোসেন ও ওমরকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে চিকিৎসক ছেলে ওমরকে মৃত ঘোষণ করেন। দেলোয়ার হোসেনের দুই মেয়ে বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

দেলোয়ার হোসেনের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় উত্তরপাড়া গ্রামে। বর্তমানে নরসিংদী গাবতলী এলাকায় ভাড়া থাকেন।

ওমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেছেন, ভূমিকম্পে আহত দেলোয়ার হোসেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ শুক্রবার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭, উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ