নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে বেসরকারি সংস্থা (এনজিও) আশা কার্যালয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার বেলাব থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উপজেলার বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়া এবং আশার বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজুকে আসামি করা হয়েছে।
পুলিশ আসামি দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে। রাজু বেলাব গ্রামের বাসিন্দা।
তবে মামলার প্রধান আসামি শাহজান মিয়ার স্বজনদের অভিযোগ, ওই নারীকে বাকিতে ফার্নিচার না দেওয়ায় এবং পাওনা টাকা ফেরত চাওয়ায় শাহজাহান মিয়ার নামে মিথ্যা মামলা করেছেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, বেলাব উপজেলার ওই নারী নরসিংদীর শিবপুরে ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টে চাকরি করেন। মোবাইল ফোনে পরিচয় হয় ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়ার সঙ্গে। গত শুক্রবার শাহজাহান মিয়া তাঁকে বারৈচা আশা অফিসে নিয়ে যান। সেখানে তিনি ও তাঁর বন্ধু আশার বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজু মিলে তাঁকে ধর্ষণ করেন।
এ ঘটনায় অভিযুক্ত শাহজাহান মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে কথা হয় তাঁর ছেলের সঙ্গে। তিনি জানান, ওই নারী তাঁদের পূর্বপরিচিত। সেই সুবাদে ওই নারী তাঁর বাবার কাছ থেকে আগে কিছু টাকা ধার নিয়ে ফেরত দেননি। নতুন করে গত শুক্রবার ফার্নিচারের দোকানে এসে আবারও দেড় লাখ টাকার ফার্নিচার বাকিতে নিতে চান। তাঁকে বাকিতে ফার্নিচার না দেওয়ার কারণেই বাবার নামে মিথ্যা মামলা করেছেন বলে ধারণা।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘থানায় মামলা করেছেন ওই নারী। আমরা তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছি। মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নরসিংদীর বেলাবতে বেসরকারি সংস্থা (এনজিও) আশা কার্যালয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার বেলাব থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উপজেলার বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়া এবং আশার বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজুকে আসামি করা হয়েছে।
পুলিশ আসামি দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে। রাজু বেলাব গ্রামের বাসিন্দা।
তবে মামলার প্রধান আসামি শাহজান মিয়ার স্বজনদের অভিযোগ, ওই নারীকে বাকিতে ফার্নিচার না দেওয়ায় এবং পাওনা টাকা ফেরত চাওয়ায় শাহজাহান মিয়ার নামে মিথ্যা মামলা করেছেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, বেলাব উপজেলার ওই নারী নরসিংদীর শিবপুরে ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টে চাকরি করেন। মোবাইল ফোনে পরিচয় হয় ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়ার সঙ্গে। গত শুক্রবার শাহজাহান মিয়া তাঁকে বারৈচা আশা অফিসে নিয়ে যান। সেখানে তিনি ও তাঁর বন্ধু আশার বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজু মিলে তাঁকে ধর্ষণ করেন।
এ ঘটনায় অভিযুক্ত শাহজাহান মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে কথা হয় তাঁর ছেলের সঙ্গে। তিনি জানান, ওই নারী তাঁদের পূর্বপরিচিত। সেই সুবাদে ওই নারী তাঁর বাবার কাছ থেকে আগে কিছু টাকা ধার নিয়ে ফেরত দেননি। নতুন করে গত শুক্রবার ফার্নিচারের দোকানে এসে আবারও দেড় লাখ টাকার ফার্নিচার বাকিতে নিতে চান। তাঁকে বাকিতে ফার্নিচার না দেওয়ার কারণেই বাবার নামে মিথ্যা মামলা করেছেন বলে ধারণা।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘থানায় মামলা করেছেন ওই নারী। আমরা তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছি। মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে