রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজি উদ্দিন রাজু। আজ বুধবার দুপুরে উপজেলার মরজাল ওয়ান্ডার পার্ক হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজি উদ্দিন আহমেদ রাজু। আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, উপজেলা চেয়ারম্যান ফোরামের সম্পাদক রিয়াজ মুর্শেদ খান রাসেল, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, আদিয়াবাদ সরকারি ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন, সিরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও আবদুল্লাহপুর স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খন্দকার প্রমুখ।
সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আমার পক্ষ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করে আসছি। যে প্রতিষ্ঠান খারাপ করেছে, এই ভাবে আমি আর চাই না। ভালো রেজাল্ট চাই। আগামী বছরে যদি কোনো ছাত্র ফেল বা খারাপ রেজাল্ট করে ওই প্রতিষ্ঠানের এমপিও সরকারি অনুদান বন্ধ করে দেব। তোমরা প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছ, এর সঙ্গে নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। তোমরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণার সঙ্গে একাত্ম পোষণ করে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে। প্রচলিত শিক্ষার পাশাপাশি বেশি বেশি বই পড়া এবং নৈতিক শিক্ষার সংমিশ্রণ জরুরি। উপজেলায় পাঁচজন মেধাবীকে পড়ালেখাসহ যা কিছু প্রয়োজন সব আমি দেব।’
উল্লেখ্য, ২০২৩ সালে উপজেলায় এসএসসি সমমানের পরীক্ষায় ৮১ জন গোল্ডেন জিপিএসহ মোট ৩৩৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ‘অসমাপ্ত আত্মজীবনী’ শেখ মুজিব রহমান মোটিভেশনাল বই তুলে দেন।

নরসিংদীর রায়পুরায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজি উদ্দিন রাজু। আজ বুধবার দুপুরে উপজেলার মরজাল ওয়ান্ডার পার্ক হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজি উদ্দিন আহমেদ রাজু। আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, উপজেলা চেয়ারম্যান ফোরামের সম্পাদক রিয়াজ মুর্শেদ খান রাসেল, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, আদিয়াবাদ সরকারি ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন, সিরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও আবদুল্লাহপুর স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খন্দকার প্রমুখ।
সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আমার পক্ষ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করে আসছি। যে প্রতিষ্ঠান খারাপ করেছে, এই ভাবে আমি আর চাই না। ভালো রেজাল্ট চাই। আগামী বছরে যদি কোনো ছাত্র ফেল বা খারাপ রেজাল্ট করে ওই প্রতিষ্ঠানের এমপিও সরকারি অনুদান বন্ধ করে দেব। তোমরা প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছ, এর সঙ্গে নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। তোমরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণার সঙ্গে একাত্ম পোষণ করে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে। প্রচলিত শিক্ষার পাশাপাশি বেশি বেশি বই পড়া এবং নৈতিক শিক্ষার সংমিশ্রণ জরুরি। উপজেলায় পাঁচজন মেধাবীকে পড়ালেখাসহ যা কিছু প্রয়োজন সব আমি দেব।’
উল্লেখ্য, ২০২৩ সালে উপজেলায় এসএসসি সমমানের পরীক্ষায় ৮১ জন গোল্ডেন জিপিএসহ মোট ৩৩৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ‘অসমাপ্ত আত্মজীবনী’ শেখ মুজিব রহমান মোটিভেশনাল বই তুলে দেন।

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
১ সেকেন্ড আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
১ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
২ ঘণ্টা আগে