নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানোয়ার হোসেন হত্যার ঘটনায় ১২ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাওয়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেন আদালত। এর মধ্যে ২০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকি টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন কাশেম আলীর ছেলে জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা ও আক্কাস মিস্ত্রীর ছেলে জয়নাল আবেদীন ওরফে জুনু। তারা সবাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া এলাকার বাসিন্দা।
রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দিয়েছেন আদালত। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।’
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আলুর রহিম বলেন, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন সানোয়ার হোসেন। এ সময় আসামিরা পূর্ব শত্রুতার জেরে সানোয়ারের মুখ বেঁধে তুলে নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে রেখে পিটিয়ে ও কুপিয়ে জখম করে আসামিরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রহিম আরও বলেন, ‘ঘটনার পর সানোয়ারের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত বিচারিক কার্যক্রম শেষে আজ রায় ঘোষণা করেছেন। আমরা আদালতের এই রায়ে সন্তুষ্ট।’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানোয়ার হোসেন হত্যার ঘটনায় ১২ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাওয়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেন আদালত। এর মধ্যে ২০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাকি টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন কাশেম আলীর ছেলে জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা ও আক্কাস মিস্ত্রীর ছেলে জয়নাল আবেদীন ওরফে জুনু। তারা সবাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া এলাকার বাসিন্দা।
রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দিয়েছেন আদালত। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।’
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আলুর রহিম বলেন, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন সানোয়ার হোসেন। এ সময় আসামিরা পূর্ব শত্রুতার জেরে সানোয়ারের মুখ বেঁধে তুলে নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে রেখে পিটিয়ে ও কুপিয়ে জখম করে আসামিরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রহিম আরও বলেন, ‘ঘটনার পর সানোয়ারের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত বিচারিক কার্যক্রম শেষে আজ রায় ঘোষণা করেছেন। আমরা আদালতের এই রায়ে সন্তুষ্ট।’

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
৩৯ মিনিট আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
৪৩ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
২ ঘণ্টা আগে