নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় তীব্র যানজট তৈরি হয়েছে। এ দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের মোট ১০ কিলোমিটার এলাকাজুড়ে আটকে আছে শত শত যানবাহন।
আজ বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা অবস্থায় যানজট দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ পরিদর্শক এ কে এম শরফুদ্দিন।
পুলিশ জানায়, সোনারগাঁও এলাকায় চট্টগ্রামমুখী লেনে কাভার্ড ভ্যান উলটে যাওয়ায় যানজট তৈরি হয়। বর্তমানে মহাসড়কের চিটাগাং রোড থেকে মদনপুর, কেওঢালা থেকে লাঙ্গলবন্ধ পর্যন্ত যানজট রয়েছে। অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাচপুর থেকে বরপা পর্যন্ত উভয় লেনে তীব্র যানজট রয়েছে।
সরেজমিনে জানা গেছে, তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়েছে যাত্রী ও পথচারীরা। গাড়িতে উঠতে না পেরে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিল অনেক যাত্রী। যারা গাড়িতে উঠেছে, তারাও লম্বা সময় বসে ছিল একই স্থানে। একদিকে যানজট, অন্যদিকে ভারী বৃষ্টিতে ভোগান্তি আরও বেড়েছে। স্বল্প দূরত্বের যাত্রীদের বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।
রবিন ইসলাম নামের এক ব্যবসায়ী চিটাগাং রোড থেকে কাঁচপুর যাওয়ার উদ্দেশ্যে দীর্ঘক্ষণ অপেক্ষার পর হেঁটেই রওনা হন। তিনি বলেন, রাস্তায় গাড়ি তো চলছেই না। বাসে উঠলে আরও লেট হবে। এখন ভিজে ভিজে দোকানে যাওয়া ছাড়া উপায় নেই।
এনা বাসের চালক মহসীন বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে শিমরাইল থেকে চিটাগাং রোড পর্যন্ত এগোতে পেরেছি। অথচ এইটুকু রাস্তা পার হতে এক মিনিটও লাগে না। শুনলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সামনে।’
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক এ কে এম শরফুদ্দীন বলেন, সকালে সোনারগাঁওয়ের লাঙ্গলবন্ধ এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় যানজট তৈরি হয়েছে। এখন সেই কাভার্ড ভ্যান সরিয়ে ফেলা হয়েছে। খুব দ্রুতই যানজট কমে আসবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় তীব্র যানজট তৈরি হয়েছে। এ দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের মোট ১০ কিলোমিটার এলাকাজুড়ে আটকে আছে শত শত যানবাহন।
আজ বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা অবস্থায় যানজট দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ পরিদর্শক এ কে এম শরফুদ্দিন।
পুলিশ জানায়, সোনারগাঁও এলাকায় চট্টগ্রামমুখী লেনে কাভার্ড ভ্যান উলটে যাওয়ায় যানজট তৈরি হয়। বর্তমানে মহাসড়কের চিটাগাং রোড থেকে মদনপুর, কেওঢালা থেকে লাঙ্গলবন্ধ পর্যন্ত যানজট রয়েছে। অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাচপুর থেকে বরপা পর্যন্ত উভয় লেনে তীব্র যানজট রয়েছে।
সরেজমিনে জানা গেছে, তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়েছে যাত্রী ও পথচারীরা। গাড়িতে উঠতে না পেরে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিল অনেক যাত্রী। যারা গাড়িতে উঠেছে, তারাও লম্বা সময় বসে ছিল একই স্থানে। একদিকে যানজট, অন্যদিকে ভারী বৃষ্টিতে ভোগান্তি আরও বেড়েছে। স্বল্প দূরত্বের যাত্রীদের বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।
রবিন ইসলাম নামের এক ব্যবসায়ী চিটাগাং রোড থেকে কাঁচপুর যাওয়ার উদ্দেশ্যে দীর্ঘক্ষণ অপেক্ষার পর হেঁটেই রওনা হন। তিনি বলেন, রাস্তায় গাড়ি তো চলছেই না। বাসে উঠলে আরও লেট হবে। এখন ভিজে ভিজে দোকানে যাওয়া ছাড়া উপায় নেই।
এনা বাসের চালক মহসীন বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে শিমরাইল থেকে চিটাগাং রোড পর্যন্ত এগোতে পেরেছি। অথচ এইটুকু রাস্তা পার হতে এক মিনিটও লাগে না। শুনলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সামনে।’
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক এ কে এম শরফুদ্দীন বলেন, সকালে সোনারগাঁওয়ের লাঙ্গলবন্ধ এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় যানজট তৈরি হয়েছে। এখন সেই কাভার্ড ভ্যান সরিয়ে ফেলা হয়েছে। খুব দ্রুতই যানজট কমে আসবে।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩৮ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে