Ajker Patrika

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ
রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদকারীরা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর ভুলতা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা এলাকা ছেড়ে পালিয়ে যান। গত মঙ্গলবার বিকেলে এলাকাবাসী তাকে আটক করলে ছাত্রদল নেতা জাইদুল ইসলাম বাবু তার অনুসারীদের নিয়ে হামলা চালান। এলোপাতাড়ি গুলিতে ব্যবসায়ী মামুন নিহত হন।

তারা আরও বলেন, ঘটনার তিন দিন পার হলেও জাইদুল ইসলাম বাবু ও তার সহযোগীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত গ্রেপ্তার না হলে ঢাকা-সিলেট মহাসড়ক আরও কঠোরভাবে অবরোধ এবং থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত