নারায়ণগঞ্জ প্রতিনিধি

পুলিশ কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। আজ শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা পাঠাগারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাপ্তাহিক বিষের বাঁশির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন এ পুলিশ কর্মকর্তা।
হারুন অর রশীদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করি না। তবে ভালো কাজ করতে গিয়ে পুলিশের ওপর যদি হামলা হয়, সেটা আমাদের প্রতিহত করতে হয়। আমরা সেটাই করছি।’
নির্বাচনের বছর হিসেবে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা উল্লেখ করে ডিবিপ্রধান বলেন, ‘এটা নির্বাচনের বছর। এখন অনেক অপতৎপরতা ঘটবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সেদিকে বিশেষ খেয়াল রাখব। যে চক্রটি পঁচাত্তর ঘটিয়েছিল, সেই চক্রটি এখনো শেষ হয়ে যায়নি। এখনো তারা সুযোগ পেলে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, মানুষের জানমালের ক্ষতি করছে। আমরা মার খেলে তারা বলে, পুলিশের সাহস নেই। আবার প্রতিহত করলে তারা বলে, পুলিশ খারাপ আচরণ করেছে। আমরা কোনো কাজেরই সঠিক মূল্যায়ন পাই না। আমাদের ভালো কথা কেউ বলে না। এরপরও জঙ্গিবাদ নির্মূলসহ নানা রকম আইনশৃঙ্খলা রক্ষার কাজ আমরা করে যাচ্ছি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বিষের বাঁশির সম্পাদক সুভাস সাহা প্রমুখ।

পুলিশ কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। আজ শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা পাঠাগারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাপ্তাহিক বিষের বাঁশির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন এ পুলিশ কর্মকর্তা।
হারুন অর রশীদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করি না। তবে ভালো কাজ করতে গিয়ে পুলিশের ওপর যদি হামলা হয়, সেটা আমাদের প্রতিহত করতে হয়। আমরা সেটাই করছি।’
নির্বাচনের বছর হিসেবে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা উল্লেখ করে ডিবিপ্রধান বলেন, ‘এটা নির্বাচনের বছর। এখন অনেক অপতৎপরতা ঘটবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সেদিকে বিশেষ খেয়াল রাখব। যে চক্রটি পঁচাত্তর ঘটিয়েছিল, সেই চক্রটি এখনো শেষ হয়ে যায়নি। এখনো তারা সুযোগ পেলে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, মানুষের জানমালের ক্ষতি করছে। আমরা মার খেলে তারা বলে, পুলিশের সাহস নেই। আবার প্রতিহত করলে তারা বলে, পুলিশ খারাপ আচরণ করেছে। আমরা কোনো কাজেরই সঠিক মূল্যায়ন পাই না। আমাদের ভালো কথা কেউ বলে না। এরপরও জঙ্গিবাদ নির্মূলসহ নানা রকম আইনশৃঙ্খলা রক্ষার কাজ আমরা করে যাচ্ছি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বিষের বাঁশির সম্পাদক সুভাস সাহা প্রমুখ।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৪২ মিনিট আগে