
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। স্থানীয় দুই বিএনপি নেতা সালিস বৈঠকে ১৩ লাখ টাকায় ঘটনাটি রফা করেছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, ওই দুই বিএনপি নেতা রফার থেকে ৩ লাখ টাকা নিজেদের পকেটে পুরেছেন।
জানা গেছে, উপজেলার একটি গ্রামের মাধ্যমিকের এক ছাত্রীকে আব্দুর রব নামের এক যুবক ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ওই গ্রামে গত সোমবার সন্ধ্যায় সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ তাঁদের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লাগেন। সালিশে আব্দুর রবকে ১৩ লাখ টাকা দিতে বলে মীমাংসা করা হয়। বৈঠকে আব্দুর রব ৩ লাখ টাকা বিএনপি নেতা শাহজাহানের কাছে দেন। ওই টাকা গতকাল বুধবার পর্যন্ত তাঁর কাছেই ছিল। বাকি ১০ লাখ টাকা আগামী ২০ জানুয়ারিতে দেওয়ার কথা রয়েছে।
কিশোরীর এক স্বজন বলেন, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ধর্ষণের বিষয়টি বেরিয়ে আসে। এরপর অভিযুক্ত ব্যক্তির পরিবারকে জানালে তাঁরা সমাধান করে দেবেন বলে আশ্বাস দেন। সর্বশেষ তাঁরা সালিশ বৈঠক ডেকে ঘটনাটি ১৩ লাখ টাকায় মীমাংসা করেন। প্রথম দফায় কিশোরীর পরিবারকে ৩ লাখ টাকা দেওয়ার কথা বলা হয় বৈঠকে। কিন্তু বিচার বা সেই টাকা—কোনোটাই পরিবারটি পায়নি।
অভিযোগের বিষয়ে রবের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি। এ বিষয়ে তাঁর স্ত্রী বলেন, ‘আমার স্বামী এই অপরাধের সঙ্গে জড়িত না।’ তাহলে ধর্ষণের ঘটনা মীমাংসার নামে ৩ লাখ টাকা কেন দিয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি এর কোনো উত্তর দেননি।
আরেক অভিযুক্ত বিএনপি নেতা মো. শাহজাহান মিয়া বলেন, ‘সালিশ বৈঠক হয়েছে। কিশোরী ও অভিযুক্তদের কথা শুনে বৈঠকে এলাকাবাসী ১৩ লাখ টাকা আদায়ের কথা বলেছে। তবে টাকা আত্মসাতের বিষয়টি সঠিক না।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। স্থানীয় দুই বিএনপি নেতা সালিস বৈঠকে ১৩ লাখ টাকায় ঘটনাটি রফা করেছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, ওই দুই বিএনপি নেতা রফার থেকে ৩ লাখ টাকা নিজেদের পকেটে পুরেছেন।
জানা গেছে, উপজেলার একটি গ্রামের মাধ্যমিকের এক ছাত্রীকে আব্দুর রব নামের এক যুবক ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ওই গ্রামে গত সোমবার সন্ধ্যায় সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ তাঁদের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লাগেন। সালিশে আব্দুর রবকে ১৩ লাখ টাকা দিতে বলে মীমাংসা করা হয়। বৈঠকে আব্দুর রব ৩ লাখ টাকা বিএনপি নেতা শাহজাহানের কাছে দেন। ওই টাকা গতকাল বুধবার পর্যন্ত তাঁর কাছেই ছিল। বাকি ১০ লাখ টাকা আগামী ২০ জানুয়ারিতে দেওয়ার কথা রয়েছে।
কিশোরীর এক স্বজন বলেন, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ধর্ষণের বিষয়টি বেরিয়ে আসে। এরপর অভিযুক্ত ব্যক্তির পরিবারকে জানালে তাঁরা সমাধান করে দেবেন বলে আশ্বাস দেন। সর্বশেষ তাঁরা সালিশ বৈঠক ডেকে ঘটনাটি ১৩ লাখ টাকায় মীমাংসা করেন। প্রথম দফায় কিশোরীর পরিবারকে ৩ লাখ টাকা দেওয়ার কথা বলা হয় বৈঠকে। কিন্তু বিচার বা সেই টাকা—কোনোটাই পরিবারটি পায়নি।
অভিযোগের বিষয়ে রবের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি। এ বিষয়ে তাঁর স্ত্রী বলেন, ‘আমার স্বামী এই অপরাধের সঙ্গে জড়িত না।’ তাহলে ধর্ষণের ঘটনা মীমাংসার নামে ৩ লাখ টাকা কেন দিয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি এর কোনো উত্তর দেননি।
আরেক অভিযুক্ত বিএনপি নেতা মো. শাহজাহান মিয়া বলেন, ‘সালিশ বৈঠক হয়েছে। কিশোরী ও অভিযুক্তদের কথা শুনে বৈঠকে এলাকাবাসী ১৩ লাখ টাকা আদায়ের কথা বলেছে। তবে টাকা আত্মসাতের বিষয়টি সঠিক না।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে