নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অননুমোদিত হাসপাতাল বন্ধে রাজধানীতে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা জেনারেল হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের কথা শুনে রোগীকে কক্ষে রেখে পালিয়ে যান এক ‘ডাক্তার’। পরে স্বাস্থ্য কর্মকর্তারা রোগীকে উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠিয়েছেন।
জানা গেছে, রোববার সকালে সারা দেশের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে অভিযান চালানো হয়। এ সময় নিবন্ধন না থাকায় উপজেলার পদ্মা জেনারেল হাসপাতালে অভিযানে যায় স্বাস্থ্য অধিদপ্তর। খবর পেয়ে অপারেশন শেষে রোগীকে কক্ষে রেখে তালা লাগিয়ে পালিয়ে গেছেন এক ডাক্তার। পরে অধিদপ্তরের কর্মকর্তারা রোগীকে উদ্ধার করে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে পাঠিয়েছেন।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবির। তিনি জানান, হাসপাতালে সব রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষ হচ্ছে আজ। সারা দেশের ন্যায় রোববার রাজধানীতেও শুরু হয়েছে এই অভিযান। তবে বৈধ কিংবা অবৈধ প্রতিষ্ঠানের কোনো তালিকা নেই অভিযান চালানো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে। ফলে ঢাকার বাইরে অনেকটা জোরেশোরে এই অভিযান চললেও রাজধানীতে অনেকটা অগোছালো।
আজ রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের একটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুটি মিলে মোট তিনটি টিম অভিযানে নামে। এ সময় যাত্রাবাড়ী, শনির আখড়া, ধোলাইপাড়ে মোট ৪টি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও টেস্টের কিট ব্যবহার করায় কয়েকটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী ছাড়া প্রথম দুই দিন কেবল ঢাকার বাইরে চলছিল অভিযান। আজ শেষ দিনে রাজধানীতেও চলছে। তবে ঢাকার বাইরে সিভিল সার্জন কার্যালয়ের কাছে জেলার অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা থাকলেও নেই রাজধানীতে। গতকাল শনিবার পর্যন্ত সারা দেশে দুই শতাধিক অনিবন্ধিত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে অর্ধশতাধিককে।

অননুমোদিত হাসপাতাল বন্ধে রাজধানীতে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা জেনারেল হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের কথা শুনে রোগীকে কক্ষে রেখে পালিয়ে যান এক ‘ডাক্তার’। পরে স্বাস্থ্য কর্মকর্তারা রোগীকে উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠিয়েছেন।
জানা গেছে, রোববার সকালে সারা দেশের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে অভিযান চালানো হয়। এ সময় নিবন্ধন না থাকায় উপজেলার পদ্মা জেনারেল হাসপাতালে অভিযানে যায় স্বাস্থ্য অধিদপ্তর। খবর পেয়ে অপারেশন শেষে রোগীকে কক্ষে রেখে তালা লাগিয়ে পালিয়ে গেছেন এক ডাক্তার। পরে অধিদপ্তরের কর্মকর্তারা রোগীকে উদ্ধার করে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে পাঠিয়েছেন।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবির। তিনি জানান, হাসপাতালে সব রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষ হচ্ছে আজ। সারা দেশের ন্যায় রোববার রাজধানীতেও শুরু হয়েছে এই অভিযান। তবে বৈধ কিংবা অবৈধ প্রতিষ্ঠানের কোনো তালিকা নেই অভিযান চালানো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে। ফলে ঢাকার বাইরে অনেকটা জোরেশোরে এই অভিযান চললেও রাজধানীতে অনেকটা অগোছালো।
আজ রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের একটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুটি মিলে মোট তিনটি টিম অভিযানে নামে। এ সময় যাত্রাবাড়ী, শনির আখড়া, ধোলাইপাড়ে মোট ৪টি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও টেস্টের কিট ব্যবহার করায় কয়েকটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৬ মে সারা দেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী ছাড়া প্রথম দুই দিন কেবল ঢাকার বাইরে চলছিল অভিযান। আজ শেষ দিনে রাজধানীতেও চলছে। তবে ঢাকার বাইরে সিভিল সার্জন কার্যালয়ের কাছে জেলার অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা থাকলেও নেই রাজধানীতে। গতকাল শনিবার পর্যন্ত সারা দেশে দুই শতাধিক অনিবন্ধিত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে অর্ধশতাধিককে।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে