Ajker Patrika

সোনারগাঁয়ে ২ চুন কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ২ চুন কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি চুন কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এই সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ।

অভিযানের সময় অবৈধ গ্যাস-সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, সোনারগাঁ পৌর এলাকার দুটি স্থানে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে চুন কারখানা চালিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা। এতে সরকার প্রতি মাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাগুলোর গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে টিপুরদী এলাকায় নিয়মবহির্ভূতভাবে গাড়িতে গ্যাস দেওয়ায় মধুমতি সিএনজি পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত