প্রতিনিধি, নওগাঁ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুজিবর রহমান নামে এক ব্যক্তির লাশের পাশে কান্না করছিল তাঁর সাত বছরের মেয়ে। এমন একটি ভিডিও গতকাল সোমবার সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে আজ মঙ্গলবার সরকারের পক্ষ থেকে মৃতের স্ত্রী তানজিলাকে ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মৃত মুজিবর রহমান নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে কলনীবাজার গ্রামের বাসিন্দা।
জানা যায়, বেশ কিছুদিন ধরে মুজিবর রহমানের জ্বর ও শ্বাস কষ্ট হচ্ছিল। এরপর স্থানীয় পল্লি চিকিৎসক, পার্শ্ববর্তী একটি ক্লিনিক এবং পরবর্তীতে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। এরপর গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ভর্তির আগেই তাঁর মৃত্যু হয়। এ সময় বাবাকে হারিয়ে লাশের পাশে বসে ওই সাত বছর বয়সী মেয়েটি কান্না করছিল। সেখান থেকে একজন ভিডিও করে সেটি ফেসবুকে ছেড়ে দেন।
পরবর্তীতে আজ মঙ্গলবার সকালে ভিডিওটি নওগাঁ জেলা প্রশাসকের নজরে আসেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে সেই ভিডিও দেখে বাড়ি খুঁজে বের করেন স্থানীয় প্রশাসন। সে সময় প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মুদি দোকান করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ বলেন, ভিডিওটি ফেসবুকে দেখার পর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিবারটির খোঁজ নিতে বলা হয়। আজ সকাল ১১টার দিকে মৃত মুজিবুর রহমানের বাড়ি খুঁজে বের করে পরিবারটির খোঁজখবর নেন ইউএনও।
জেলা প্রশাসক আরও বলেন, প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে মৃতের স্ত্রী তানজিলাকে ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি তাঁদের একটা মুদি দোকান করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুজিবর রহমান নামে এক ব্যক্তির লাশের পাশে কান্না করছিল তাঁর সাত বছরের মেয়ে। এমন একটি ভিডিও গতকাল সোমবার সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে আজ মঙ্গলবার সরকারের পক্ষ থেকে মৃতের স্ত্রী তানজিলাকে ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মৃত মুজিবর রহমান নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে কলনীবাজার গ্রামের বাসিন্দা।
জানা যায়, বেশ কিছুদিন ধরে মুজিবর রহমানের জ্বর ও শ্বাস কষ্ট হচ্ছিল। এরপর স্থানীয় পল্লি চিকিৎসক, পার্শ্ববর্তী একটি ক্লিনিক এবং পরবর্তীতে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। এরপর গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ভর্তির আগেই তাঁর মৃত্যু হয়। এ সময় বাবাকে হারিয়ে লাশের পাশে বসে ওই সাত বছর বয়সী মেয়েটি কান্না করছিল। সেখান থেকে একজন ভিডিও করে সেটি ফেসবুকে ছেড়ে দেন।
পরবর্তীতে আজ মঙ্গলবার সকালে ভিডিওটি নওগাঁ জেলা প্রশাসকের নজরে আসেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে সেই ভিডিও দেখে বাড়ি খুঁজে বের করেন স্থানীয় প্রশাসন। সে সময় প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মুদি দোকান করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ বলেন, ভিডিওটি ফেসবুকে দেখার পর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিবারটির খোঁজ নিতে বলা হয়। আজ সকাল ১১টার দিকে মৃত মুজিবুর রহমানের বাড়ি খুঁজে বের করে পরিবারটির খোঁজখবর নেন ইউএনও।
জেলা প্রশাসক আরও বলেন, প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে মৃতের স্ত্রী তানজিলাকে ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি তাঁদের একটা মুদি দোকান করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে