Ajker Patrika

নওগাঁয় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

প্রতিনিধি, নওগাঁ
নওগাঁয় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

নওগাঁয় করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা কমতে শুরু করেছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে জেলায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ১২৩ জনের।

 আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মঞ্জুর-এ মোর্শেদ জানান, নওগাঁ মেডিকেল কলেজ, বগুড়া টিএমএসএস হাসপাতাল আরটি-পিসিআর ল্যাবে এবং নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ১৬৪ নমুনার অ্যান্টিজেন পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৯২ শতাংশ। আক্রান্তের এই হার এখন পর্যন্ত জেলায় সর্বনিম্ন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯৮ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৪ জন, রানীনগরে ৩ জন, আত্রাইয়ে ১ জন, মহাদেবপুরে ১ জন এবং মান্দা উপজেলায় ৪ জন। এদিকে একই সময় নতুন করে সুস্থ হয়েছেন ১২ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৪১৬ জন। সেই হিসেবে বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন ৫৮২ জন। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন। বাকিরা নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত