ধামুইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামুইরহাটে বাংলাদেশ আওয়ামী লীগ ধামইরহাট পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্বে ও সম্পাদক মুক্তাদিরুল হক মুক্তার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার।
মো. শহীদুজ্জামান সরকার বক্তব্যে বলেন, 'নেতা নয় জনগণের সেবক হয়ে কাজ করতে হবে।'
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সন্ধ্যা ৬টায় আব্দুল মুকিত কল্লোলকে সভাপতি ও মুক্তাদিরুল হক মুক্তাকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে তিন বছর মেয়াদি একটি কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু হানিফ, মো. মোফাজ্জল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, মো. আমিনুর রহমান, মো. মাহফুজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক মো. আজাহার আলী মন্ডল, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গফফারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁর ধামুইরহাটে বাংলাদেশ আওয়ামী লীগ ধামইরহাট পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্বে ও সম্পাদক মুক্তাদিরুল হক মুক্তার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার।
মো. শহীদুজ্জামান সরকার বক্তব্যে বলেন, 'নেতা নয় জনগণের সেবক হয়ে কাজ করতে হবে।'
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সন্ধ্যা ৬টায় আব্দুল মুকিত কল্লোলকে সভাপতি ও মুক্তাদিরুল হক মুক্তাকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে তিন বছর মেয়াদি একটি কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু হানিফ, মো. মোফাজ্জল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, মো. আমিনুর রহমান, মো. মাহফুজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক মো. আজাহার আলী মন্ডল, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গফফারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে