নওগাঁ প্রতিনিধি

বাবার একাকিত্ব দূর করতে পাত্রী খুঁজছেন ছেলে। এ নিয়ে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন মনিরুল ইসলাম (৩২) নামের এক যুবক। স্ট্যাটাসে বাবার একটি ছবিও যুক্ত করেছেন তিনি। সেই সঙ্গে কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছেন, সে কথাও সেখানে তিনি উল্লেখ করেছেন।
আজ সোমবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার বাসিন্দা মনিরুল ইসলাম তাঁর নিজস্ব ফেসবুক ওয়ালে বাবার একটি ছবি দিয়ে এই স্ট্যাটাস দেন। মনিরুল ইসলাম উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি দৈনিক পত্রিকার সাপাহার উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন।
মনিরুল ইসলামের বাবার নাম হযরত আলী (৫০)। হযরত আলী বর্তমানে উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভি হিসেবে কর্মরত আছেন। বিষয়টি তিনি নিজে বিকেল ৫টায় নতুন একটি ভিডিও বার্তায় এবং মোবাইল ফোনে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে মনিরুল ইসলাম উল্লেখ করেন, ‘আমার মা ২০২১ সালের ২৭ নভেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সেই থেকে আমার বাবা একাকিত্বে জীবন যাপন করছেন। তিনি হাই প্রেশারের রোগী। বয়স ৪৮ বছর। আমরা বর্তমানে সাপাহার উপজেলার মাস্টারপাড়া এলাকায় বসবাস করি। আমার বাবা ইসলামপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি হিসেবে কর্মরত আছেন। আর হয়তো ২ থেকে ৩ বছরের মধ্যে রিটায়ার্ড করবেন। এমতাবস্থায় তার সেবা-যত্ন করার জন্য অবশ্যই একজন কাছের মানুষের দরকার।’
তিনি আরও লিখেছেন, ‘সে জন্য আমি আমার বাবার জন্য পাত্রী খুঁজছি। আর্থিক অবস্থা না থাকলেও চলবে। পরহেজগার ডিভোর্সি বা বিধবা হলে বেশি ভালো হয়। বয়স ৩৮ বা ৪০ বছর হলে ভালো হয়। যাতে করে ওনার সেবাসহ সাংসারিক কাজ কর্মে সহযোগিতা করতে পারেন। যদি এ রকম কোনো মেয়ে আপনাদের খোঁজে থাকে বা কোনো মা আমার বাবার দায়িত্ব নিতে চান তাহলে যোগাযোগ করুন।’
এ বিষয়ে মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলে হিসেবে এটি আমার দায়িত্ব। মা মারা যাওয়ার পর থেকে বাবা একাকিত্ব অনুভব করেন। একা জীবনযাপন করছেন। ব্যস্ততার কারণে হোক আর ছেলে মানুষ হিসেবে বাবার হয়তো আমরা ঠিকমতো সব ধরনের সেবা যত্ন করতে পারি না। এ জন্য বাবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি।’
মনিরুল আরও বলেন, ‘সেই জায়গা থেকে ফেসবুকই প্রচারণার উপযুক্ত প্ল্যাটফর্ম বলে মনে করছি। এ জন্য ফেসবুকে বাবার জন্য পাত্রী চেয়ে স্ট্যাটাস দিয়েছি। বাকি জীবনটুকু বাবা যেন ভালো থাকে সেটাই চাই। এ মাধ্যম থেকে ভালো কিছু প্রত্যাশা করছি।’

বাবার একাকিত্ব দূর করতে পাত্রী খুঁজছেন ছেলে। এ নিয়ে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন মনিরুল ইসলাম (৩২) নামের এক যুবক। স্ট্যাটাসে বাবার একটি ছবিও যুক্ত করেছেন তিনি। সেই সঙ্গে কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছেন, সে কথাও সেখানে তিনি উল্লেখ করেছেন।
আজ সোমবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার বাসিন্দা মনিরুল ইসলাম তাঁর নিজস্ব ফেসবুক ওয়ালে বাবার একটি ছবি দিয়ে এই স্ট্যাটাস দেন। মনিরুল ইসলাম উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি দৈনিক পত্রিকার সাপাহার উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন।
মনিরুল ইসলামের বাবার নাম হযরত আলী (৫০)। হযরত আলী বর্তমানে উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভি হিসেবে কর্মরত আছেন। বিষয়টি তিনি নিজে বিকেল ৫টায় নতুন একটি ভিডিও বার্তায় এবং মোবাইল ফোনে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে মনিরুল ইসলাম উল্লেখ করেন, ‘আমার মা ২০২১ সালের ২৭ নভেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সেই থেকে আমার বাবা একাকিত্বে জীবন যাপন করছেন। তিনি হাই প্রেশারের রোগী। বয়স ৪৮ বছর। আমরা বর্তমানে সাপাহার উপজেলার মাস্টারপাড়া এলাকায় বসবাস করি। আমার বাবা ইসলামপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি হিসেবে কর্মরত আছেন। আর হয়তো ২ থেকে ৩ বছরের মধ্যে রিটায়ার্ড করবেন। এমতাবস্থায় তার সেবা-যত্ন করার জন্য অবশ্যই একজন কাছের মানুষের দরকার।’
তিনি আরও লিখেছেন, ‘সে জন্য আমি আমার বাবার জন্য পাত্রী খুঁজছি। আর্থিক অবস্থা না থাকলেও চলবে। পরহেজগার ডিভোর্সি বা বিধবা হলে বেশি ভালো হয়। বয়স ৩৮ বা ৪০ বছর হলে ভালো হয়। যাতে করে ওনার সেবাসহ সাংসারিক কাজ কর্মে সহযোগিতা করতে পারেন। যদি এ রকম কোনো মেয়ে আপনাদের খোঁজে থাকে বা কোনো মা আমার বাবার দায়িত্ব নিতে চান তাহলে যোগাযোগ করুন।’
এ বিষয়ে মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলে হিসেবে এটি আমার দায়িত্ব। মা মারা যাওয়ার পর থেকে বাবা একাকিত্ব অনুভব করেন। একা জীবনযাপন করছেন। ব্যস্ততার কারণে হোক আর ছেলে মানুষ হিসেবে বাবার হয়তো আমরা ঠিকমতো সব ধরনের সেবা যত্ন করতে পারি না। এ জন্য বাবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি।’
মনিরুল আরও বলেন, ‘সেই জায়গা থেকে ফেসবুকই প্রচারণার উপযুক্ত প্ল্যাটফর্ম বলে মনে করছি। এ জন্য ফেসবুকে বাবার জন্য পাত্রী চেয়ে স্ট্যাটাস দিয়েছি। বাকি জীবনটুকু বাবা যেন ভালো থাকে সেটাই চাই। এ মাধ্যম থেকে ভালো কিছু প্রত্যাশা করছি।’

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩৪ মিনিট আগে