নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ৯ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৯ অক্টোবর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিটি ২ নভেম্বর মঙ্গলবার গণ্যমাধ্যম কর্মীদের হাতে এসেছে।
সাময়িক বহিষ্কার হওয়া আওয়ামী লীগের নেতারা হলেন—নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা ইউনিয়নের সিদ্দিকুর রহমান, মেদনী ইউনিয়নের মিজানুর রহমান খান, মৌগাতী ইউনিয়নের এ কে এম মহিউল ইসলাম (ফজল), সিংহের বাংলা ইউনিয়নের মো. আলী আহসান সুমন ও মোফাক্কারুল ইসলাম মিলন, কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নের এ আর আলী আজগর খান (শারীফ), চল্লিশা ইউনিয়নে আব্দুল জব্বার ফকির, বিশিউড়া ইউনিয়নে মো. আবুল কালাম ও কাইলাটি ইউনিয়নে মো. আনোয়ার হোসেন। সাময়িক বহিষ্কার হওয়া এসব ব্যক্তি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে ছিলেন।
দ্বিতীয় দফায় ১১ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য তিনটি ইউনিয়ন হলো আমতলা, লক্ষ্মীগঞ্জ, রৌহা ও মদনপুর। তবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হওয়ায় এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।
সদর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাময়িকভাবে বহিষ্কৃত এসব প্রার্থীদের নানাভাবে বোঝানোর চেষ্টা করা হলেও আট ইউনিয়নের নয়জন প্রার্থী ভোটের মাঠে থেকে যান। এমন পরিস্থিতিতে গেল ২৯ অক্টোবর তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া প্রার্থীদের একজন বর্তমান চেয়ারম্যান কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নের এ আর আলী আজগর খান শারীফ বলেন, আমি দলের একনিষ্ঠ কর্মী। জনগণকে নিয়েই দল। আমি গতবার জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার ইউনিয়নের জনগণের ইচ্ছার সঙ্গে একাত্মতা পোষণ করে প্রার্থী হয়েছি।
এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠানের (বিমল) মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও; তিনি ফোন রিসিভ করেননি।

নেত্রকোনা সদর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ৯ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৯ অক্টোবর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিটি ২ নভেম্বর মঙ্গলবার গণ্যমাধ্যম কর্মীদের হাতে এসেছে।
সাময়িক বহিষ্কার হওয়া আওয়ামী লীগের নেতারা হলেন—নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা ইউনিয়নের সিদ্দিকুর রহমান, মেদনী ইউনিয়নের মিজানুর রহমান খান, মৌগাতী ইউনিয়নের এ কে এম মহিউল ইসলাম (ফজল), সিংহের বাংলা ইউনিয়নের মো. আলী আহসান সুমন ও মোফাক্কারুল ইসলাম মিলন, কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নের এ আর আলী আজগর খান (শারীফ), চল্লিশা ইউনিয়নে আব্দুল জব্বার ফকির, বিশিউড়া ইউনিয়নে মো. আবুল কালাম ও কাইলাটি ইউনিয়নে মো. আনোয়ার হোসেন। সাময়িক বহিষ্কার হওয়া এসব ব্যক্তি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে ছিলেন।
দ্বিতীয় দফায় ১১ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য তিনটি ইউনিয়ন হলো আমতলা, লক্ষ্মীগঞ্জ, রৌহা ও মদনপুর। তবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হওয়ায় এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।
সদর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাময়িকভাবে বহিষ্কৃত এসব প্রার্থীদের নানাভাবে বোঝানোর চেষ্টা করা হলেও আট ইউনিয়নের নয়জন প্রার্থী ভোটের মাঠে থেকে যান। এমন পরিস্থিতিতে গেল ২৯ অক্টোবর তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া প্রার্থীদের একজন বর্তমান চেয়ারম্যান কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নের এ আর আলী আজগর খান শারীফ বলেন, আমি দলের একনিষ্ঠ কর্মী। জনগণকে নিয়েই দল। আমি গতবার জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার ইউনিয়নের জনগণের ইচ্ছার সঙ্গে একাত্মতা পোষণ করে প্রার্থী হয়েছি।
এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠানের (বিমল) মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও; তিনি ফোন রিসিভ করেননি।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১৩ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩৯ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে