নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ৯ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৯ অক্টোবর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিটি ২ নভেম্বর মঙ্গলবার গণ্যমাধ্যম কর্মীদের হাতে এসেছে।
সাময়িক বহিষ্কার হওয়া আওয়ামী লীগের নেতারা হলেন—নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা ইউনিয়নের সিদ্দিকুর রহমান, মেদনী ইউনিয়নের মিজানুর রহমান খান, মৌগাতী ইউনিয়নের এ কে এম মহিউল ইসলাম (ফজল), সিংহের বাংলা ইউনিয়নের মো. আলী আহসান সুমন ও মোফাক্কারুল ইসলাম মিলন, কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নের এ আর আলী আজগর খান (শারীফ), চল্লিশা ইউনিয়নে আব্দুল জব্বার ফকির, বিশিউড়া ইউনিয়নে মো. আবুল কালাম ও কাইলাটি ইউনিয়নে মো. আনোয়ার হোসেন। সাময়িক বহিষ্কার হওয়া এসব ব্যক্তি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে ছিলেন।
দ্বিতীয় দফায় ১১ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য তিনটি ইউনিয়ন হলো আমতলা, লক্ষ্মীগঞ্জ, রৌহা ও মদনপুর। তবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হওয়ায় এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।
সদর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাময়িকভাবে বহিষ্কৃত এসব প্রার্থীদের নানাভাবে বোঝানোর চেষ্টা করা হলেও আট ইউনিয়নের নয়জন প্রার্থী ভোটের মাঠে থেকে যান। এমন পরিস্থিতিতে গেল ২৯ অক্টোবর তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া প্রার্থীদের একজন বর্তমান চেয়ারম্যান কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নের এ আর আলী আজগর খান শারীফ বলেন, আমি দলের একনিষ্ঠ কর্মী। জনগণকে নিয়েই দল। আমি গতবার জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার ইউনিয়নের জনগণের ইচ্ছার সঙ্গে একাত্মতা পোষণ করে প্রার্থী হয়েছি।
এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠানের (বিমল) মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও; তিনি ফোন রিসিভ করেননি।

নেত্রকোনা সদর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ৯ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৯ অক্টোবর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিটি ২ নভেম্বর মঙ্গলবার গণ্যমাধ্যম কর্মীদের হাতে এসেছে।
সাময়িক বহিষ্কার হওয়া আওয়ামী লীগের নেতারা হলেন—নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা ইউনিয়নের সিদ্দিকুর রহমান, মেদনী ইউনিয়নের মিজানুর রহমান খান, মৌগাতী ইউনিয়নের এ কে এম মহিউল ইসলাম (ফজল), সিংহের বাংলা ইউনিয়নের মো. আলী আহসান সুমন ও মোফাক্কারুল ইসলাম মিলন, কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নের এ আর আলী আজগর খান (শারীফ), চল্লিশা ইউনিয়নে আব্দুল জব্বার ফকির, বিশিউড়া ইউনিয়নে মো. আবুল কালাম ও কাইলাটি ইউনিয়নে মো. আনোয়ার হোসেন। সাময়িক বহিষ্কার হওয়া এসব ব্যক্তি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে ছিলেন।
দ্বিতীয় দফায় ১১ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য তিনটি ইউনিয়ন হলো আমতলা, লক্ষ্মীগঞ্জ, রৌহা ও মদনপুর। তবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হওয়ায় এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।
সদর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাময়িকভাবে বহিষ্কৃত এসব প্রার্থীদের নানাভাবে বোঝানোর চেষ্টা করা হলেও আট ইউনিয়নের নয়জন প্রার্থী ভোটের মাঠে থেকে যান। এমন পরিস্থিতিতে গেল ২৯ অক্টোবর তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া প্রার্থীদের একজন বর্তমান চেয়ারম্যান কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নের এ আর আলী আজগর খান শারীফ বলেন, আমি দলের একনিষ্ঠ কর্মী। জনগণকে নিয়েই দল। আমি গতবার জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার ইউনিয়নের জনগণের ইচ্ছার সঙ্গে একাত্মতা পোষণ করে প্রার্থী হয়েছি।
এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠানের (বিমল) মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও; তিনি ফোন রিসিভ করেননি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে