Ajker Patrika

নান্দাইলে কিশোরীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইল থানা। ছবি: আজকের পত্রিকা
নান্দাইল থানা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে এক পোশাক শ্রমিক কিশোরীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল মঙ্গলবার নান্দাইল মডেল থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।

মামলার আসামীরা হলেন, উপজেলার গাংগাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের মো. মামুন মিয়া (২৫), মো. মমিন উদ্দিন (২৩), মো. জাহাঙ্গীর আলম (২৪) ও মো. শাকিল মিয়া (২৩)।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেই সূত্রে মামুন মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ গত ১৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে গার্মেন্টস ছুটি হলে প্রেমিক মামুন মিয়া ও তার সহযোগীরা ওই কিশোরীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে অটোরিকশা করে কৌশলে গাংগাইল ইউনিয়নের উন্দাইল এলাকায় কলা বাগানে নিয়ে যায়। সেখানে প্রেমিক মামুন ও তার সহযোগী মমিন এবং জাহাঙ্গীর আলম পালাক্রমে ধর্ষণ করে। এতে সহায়তা করে আরেক সহযোগী শাকিল মিয়া।

স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান রকি বলেন, ‘আমাদের পুকুর পাড়ে কলা বাগানে এঘটনা ঘটেছে। আমি টর্চলাইট নিয়ে বের হয়ে কলাবাগানে গিয়ে দেখি মামুন, জাহাঙ্গীর ও মমিন দৌঁড় শুরু করেছে। পরে বিষয়টি এলাকায় জানাই।’

ধর্ষণের শিকার কিশোরী বলেন, ‘রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে মামুন ও তার সহযোগীরা আমাকে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। আমি বাঁধা দিতে চাইলেও আমাকে মারধর করে।’

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘আমি খুবই গরিব মানুষ। মেয়েটা গার্মেন্টসে চাকুরি করে। আমার মেয়েটার এত বড় ক্ষতি এরা করছে আমি এর বিচার চাই। মামলা করতে গিয়ে দেখি আমাকে হুমকি দিচ্ছে আসামীরা।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত