প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত দেড় মাসে এটিই সবচেয়ে কম মৃত্যুর ঘটনা। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছে একজন। মৃতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা তিনজন এবং শেরপুর ও গাজীপুরের একজন করে রয়েছেন।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী এবং দুইজন পুরুষ। ১লা জুলাই থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৮৪৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২০ জন ভর্তিসহ মঙ্গলবার সকাল পর্যন্ত ১৯২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১৩ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া সোমবারে সুস্থ হয়ে ২৪ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৫০ জন ওয়ানস্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৮৬টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ। সোমবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৩৯০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৫৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২ হাজার ৬৬৬ জন আইসোলেশনে রয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত দেড় মাসে এটিই সবচেয়ে কম মৃত্যুর ঘটনা। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছে একজন। মৃতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা তিনজন এবং শেরপুর ও গাজীপুরের একজন করে রয়েছেন।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী এবং দুইজন পুরুষ। ১লা জুলাই থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৮৪৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২০ জন ভর্তিসহ মঙ্গলবার সকাল পর্যন্ত ১৯২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১৩ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া সোমবারে সুস্থ হয়ে ২৪ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৫০ জন ওয়ানস্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৮৬টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ। সোমবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৩৯০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৫৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২ হাজার ৬৬৬ জন আইসোলেশনে রয়েছেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৩ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা গত বছরের ১৫ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। কিন্তু দেড় মাস পরও ফল প্রকাশের কোনো উদ্যোগ নেই। এতে হতাশায় ভুগছেন ফলপ্রত্যাশী পরীক্ষার্থীরা। গত বছরের ২৫ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭ হাজার ৯১৭ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১ ঘণ্টা আগে