নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বিএনপির চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতা, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ ১০১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অঙ্গসংগঠনের আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ ও পুলিশ জানায়, গতকাল রোববার উপজেলার সান্দিকোনা বাজার হয়ে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন। বাজারে পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এ সময় বিএনপির ৬০০ থেকে ৭০০ লোক একত্র হয়ে সরকারি সম্পদ বিনষ্টের চেষ্টা চালান। বাধা দিলে তাঁরা পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করের।
একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে তাপস ও তানভীর নামে দুই পুলিশ কর্মকর্তা (এসআই) আহত হন। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, ভাঙা কাচ, জর্দার কৌটাসহ নাশকতার বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা ওই দিন পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। নাশকতার চেষ্টা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ তা প্রতিহত করেছে। ঘটনাস্থল থেকে ককটেলের বিস্ফোরিত অংশসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।’ তবে মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রোডমার্চ কর্মসূচিতে আমাদের নেতা-কর্মীরা সান্দিকোনা দিয়ে রোডমার্চে যোগ দিতে যায়। পুলিশ নেতা-কর্মীদের বাধা দিয়েছে।’
তিনি বলেন, ‘পুলিশ যে অভিযোগে মামলা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত এ রকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই। একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে চলমান আন্দোলন থেকে আর সরানো যাবে না।’
জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে বলেন, ‘কর্মসূচিতে যাওয়া ঠেকাতে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। পুলিশ আহত হওয়ার ঘটনাও মিথ্যা। হয়রানির উদ্দেশ্যে পুলিশ আমিসহ চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।’ এসব মামলাকে ভিত্তিহীন ও গায়েবি উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেত্রকোনায় বিএনপির চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতা, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ ১০১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অঙ্গসংগঠনের আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ ও পুলিশ জানায়, গতকাল রোববার উপজেলার সান্দিকোনা বাজার হয়ে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন। বাজারে পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এ সময় বিএনপির ৬০০ থেকে ৭০০ লোক একত্র হয়ে সরকারি সম্পদ বিনষ্টের চেষ্টা চালান। বাধা দিলে তাঁরা পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করের।
একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে তাপস ও তানভীর নামে দুই পুলিশ কর্মকর্তা (এসআই) আহত হন। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, ভাঙা কাচ, জর্দার কৌটাসহ নাশকতার বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা ওই দিন পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। নাশকতার চেষ্টা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ তা প্রতিহত করেছে। ঘটনাস্থল থেকে ককটেলের বিস্ফোরিত অংশসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।’ তবে মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রোডমার্চ কর্মসূচিতে আমাদের নেতা-কর্মীরা সান্দিকোনা দিয়ে রোডমার্চে যোগ দিতে যায়। পুলিশ নেতা-কর্মীদের বাধা দিয়েছে।’
তিনি বলেন, ‘পুলিশ যে অভিযোগে মামলা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত এ রকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই। একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে চলমান আন্দোলন থেকে আর সরানো যাবে না।’
জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে বলেন, ‘কর্মসূচিতে যাওয়া ঠেকাতে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। পুলিশ আহত হওয়ার ঘটনাও মিথ্যা। হয়রানির উদ্দেশ্যে পুলিশ আমিসহ চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।’ এসব মামলাকে ভিত্তিহীন ও গায়েবি উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১১ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১৪ মিনিট আগে
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে