ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের দুই উপজেলায় পৃথক বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টার পর্যন্ত জেলা সদর ও ফুলপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। ঘটনায় অন্তত আরও ৩৫ জন আহত হয়েছেন।
জানা যায়, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার রশিদপুর নামক স্থানে ঢাকা থেকে নেত্রকোনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাস দুমড়েমুচড়ে গিয়ে এক বাসের চালকসহ অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান বলেন, ‘এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত ২০ জনকে আমরা পেয়েছি। তাঁদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল হক বলেন, ঘটনার পর অপর বাসের চালক পালিয়ে যান। তবে, ঘাতক বাস দুটি জব্দ করা হয়েছে।
অপর ঘটনায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ দুপুর সোয়া ১২টার দিকে ইমাদপুর এলাকায় ঢাকাগামী একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় ধান কাটার মেশিন বহনকারী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসের একজন যাত্রী নিহত হন।
ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে কাজ করছি। এ ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কারও নাম-ঠিকানা জানা যায়নি।’

ময়মনসিংহের দুই উপজেলায় পৃথক বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টার পর্যন্ত জেলা সদর ও ফুলপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। ঘটনায় অন্তত আরও ৩৫ জন আহত হয়েছেন।
জানা যায়, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার রশিদপুর নামক স্থানে ঢাকা থেকে নেত্রকোনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাস দুমড়েমুচড়ে গিয়ে এক বাসের চালকসহ অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান বলেন, ‘এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত ২০ জনকে আমরা পেয়েছি। তাঁদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল হক বলেন, ঘটনার পর অপর বাসের চালক পালিয়ে যান। তবে, ঘাতক বাস দুটি জব্দ করা হয়েছে।
অপর ঘটনায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ দুপুর সোয়া ১২টার দিকে ইমাদপুর এলাকায় ঢাকাগামী একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় ধান কাটার মেশিন বহনকারী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসের একজন যাত্রী নিহত হন।
ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে কাজ করছি। এ ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কারও নাম-ঠিকানা জানা যায়নি।’

সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৪২ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
২ ঘণ্টা আগে