
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মসজিদের টাকা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে হামলার ঘটনায় জলিল মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা গ্রামের নতুন মসজিদ এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
আহতরা হলেন আব্দুল কাদির রনি (২৬), সাহিদ আলী (২৪), সাহেদ আহমদ (১৮), তারেকুল ইসলাম (৩৫), ইয়াছিন মিয়া (৪৫) ও সৌরভ আহমেদ (১০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা এলাকায় নতুন মসজিদের অনুদানের টাকা নিয়ে একই গ্রামের ইয়াছিন মিয়া ও তারা মিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডা হয় জলিল মিয়ার। এ ঘটনার জেরে মাগরিবের নামাজের পর ইয়াছিন মিয়া ও তারা মিয়ার নেতৃত্বে কয়েকজন জলিল মিয়ার ওপর হামলা করেন। তখন জলিল মিয়ার পক্ষের লোকেরা বাধা দেন। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জলিল মিয়া নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, কিছুদিন আগে উপজেলা চেয়ারম্যান মসজিদে ২০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন। জুমার নামাজের সময় জলিল মিয়া মসজিদের ক্যাশিয়ার তারা মিয়ার কাছে টাকার হিসাব চান। একপর্যায়ে তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ইফতারের পর মাগরিবের নামাজ মসজিদে পড়ে নিজ বাড়িতে যাওয়ার পথে তারা মিয়া ও ইয়াছিন মিয়া দলবল নিয়ে জলিল মিয়ার ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এর আগে অনেক দিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে জলিল মিয়া ও তারা মিয়ার মধ্যে দ্বন্দ্ব ছিল।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা বলেন, মসজিদের টাকা নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যার পর আবার তাঁরা মারামারি করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল আহমেদ বাদী হয়ে মামলা করেছেন। ইয়াছিন মিয়া ও কামরুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মসজিদের টাকা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে হামলার ঘটনায় জলিল মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা গ্রামের নতুন মসজিদ এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
আহতরা হলেন আব্দুল কাদির রনি (২৬), সাহিদ আলী (২৪), সাহেদ আহমদ (১৮), তারেকুল ইসলাম (৩৫), ইয়াছিন মিয়া (৪৫) ও সৌরভ আহমেদ (১০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা এলাকায় নতুন মসজিদের অনুদানের টাকা নিয়ে একই গ্রামের ইয়াছিন মিয়া ও তারা মিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডা হয় জলিল মিয়ার। এ ঘটনার জেরে মাগরিবের নামাজের পর ইয়াছিন মিয়া ও তারা মিয়ার নেতৃত্বে কয়েকজন জলিল মিয়ার ওপর হামলা করেন। তখন জলিল মিয়ার পক্ষের লোকেরা বাধা দেন। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জলিল মিয়া নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, কিছুদিন আগে উপজেলা চেয়ারম্যান মসজিদে ২০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন। জুমার নামাজের সময় জলিল মিয়া মসজিদের ক্যাশিয়ার তারা মিয়ার কাছে টাকার হিসাব চান। একপর্যায়ে তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ইফতারের পর মাগরিবের নামাজ মসজিদে পড়ে নিজ বাড়িতে যাওয়ার পথে তারা মিয়া ও ইয়াছিন মিয়া দলবল নিয়ে জলিল মিয়ার ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এর আগে অনেক দিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে জলিল মিয়া ও তারা মিয়ার মধ্যে দ্বন্দ্ব ছিল।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা বলেন, মসজিদের টাকা নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যার পর আবার তাঁরা মারামারি করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল আহমেদ বাদী হয়ে মামলা করেছেন। ইয়াছিন মিয়া ও কামরুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
১১ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১৬ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২৮ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩৪ মিনিট আগে