সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘এবার জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। কেউ যদি বলে ভোট দেওয়া লাগবে না, কোনো কথা শুনবেন না। আপনার ভোট আপনি নৌকা মার্কায় দিয়ে আসবেন। এটা আপনার গণতান্ত্রিক অধিকার।’
আজ সোমবার সিঙ্গাইর উপজেলার বায়রা বাজারে সরকারের ভাতাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, ‘আমরা দেশের উন্নয়নের কথা বললে অনেক বলতে পারব। আপনারা সবাই জানেন, ১৫ বছর আগে দেশে কি ছিল আর বর্তমানে কি হয়েছে। সরকার আপনাদের কথা চিন্তা করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে এই ভাতার সংখ্যা কয়েকগুণ বাড়িয়ে দেবেন।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসলে ভাতাসহ বিভিন্ন উন্নয়ন ও ভালো কাজগুলো বন্ধ করে দেবে। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানিয়ে আপনারা যে সুবিধা পাচ্ছেন আরও বেশি সুবিধা বুঝে নেবেন।’
মমতাজ বেগম আরও বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা বলছেন, দেশে এত ভালো কাজ হচ্ছে কেন? দেশে শতভাগ বিদ্যুৎ হচ্ছে কেন? এত উন্নয়ন হচ্ছে কেন? মানুষ না খেয়ে মরছে না কেন? এসব ষড়যন্ত্র করে লাভ নেই, শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবে।’
বায়রা ইউনিয়ন আওয়ামী সহসভাপতি সামসুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান হিরো, অ্যাডভোকেট জাহিদ খান উজ্জ্বল, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, আব্দুল হালিম প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিজ খান।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারগিস আক্তার জলি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোহিনুর ইসলাম সানি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমান, ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘এবার জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। কেউ যদি বলে ভোট দেওয়া লাগবে না, কোনো কথা শুনবেন না। আপনার ভোট আপনি নৌকা মার্কায় দিয়ে আসবেন। এটা আপনার গণতান্ত্রিক অধিকার।’
আজ সোমবার সিঙ্গাইর উপজেলার বায়রা বাজারে সরকারের ভাতাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, ‘আমরা দেশের উন্নয়নের কথা বললে অনেক বলতে পারব। আপনারা সবাই জানেন, ১৫ বছর আগে দেশে কি ছিল আর বর্তমানে কি হয়েছে। সরকার আপনাদের কথা চিন্তা করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে এই ভাতার সংখ্যা কয়েকগুণ বাড়িয়ে দেবেন।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসলে ভাতাসহ বিভিন্ন উন্নয়ন ও ভালো কাজগুলো বন্ধ করে দেবে। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানিয়ে আপনারা যে সুবিধা পাচ্ছেন আরও বেশি সুবিধা বুঝে নেবেন।’
মমতাজ বেগম আরও বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা বলছেন, দেশে এত ভালো কাজ হচ্ছে কেন? দেশে শতভাগ বিদ্যুৎ হচ্ছে কেন? এত উন্নয়ন হচ্ছে কেন? মানুষ না খেয়ে মরছে না কেন? এসব ষড়যন্ত্র করে লাভ নেই, শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবে।’
বায়রা ইউনিয়ন আওয়ামী সহসভাপতি সামসুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান হিরো, অ্যাডভোকেট জাহিদ খান উজ্জ্বল, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, আব্দুল হালিম প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিজ খান।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারগিস আক্তার জলি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোহিনুর ইসলাম সানি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমান, ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
২৪ মিনিট আগে
পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের টিকে থাকার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মতাদর্শ, প্রতিষ্ঠান কিংবা সংগঠনভেদে বিভক্তি থাকলেও পেশাগত স্বার্থে সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত অভিন্ন। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যম...
২৫ মিনিট আগে