ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

দেশে খাদ্যের অভাব নাই এবং উন্নত চিকিৎসা মানুষের দোরগোড়ায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘সারা পৃথিবী করোনার আঘাতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত কিন্তু বাংলাদেশের অর্থনীতি মজবুত আছে। বাংলাদেশের অর্থনীতি এখনো ৬ ডিজিটের ওপরে। যেখানে আমেরিকা, চায় না, ভারতের মতো দেশ মাইনাসে চলে গেছে সেখানে বাংলাদেশের অর্থনীতিতে ৬ থেকে ৭ শতাংশ এখানো গ্রোথ আছে। দেশে খাদ্যের অভাব নাই, উন্নত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।’
জাহিদ মালেক বলেন, ‘শেখ হাসিনার মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে বিধায় আজ প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশের কেউ না খেয়ে থাকে না। লক্ষ লক্ষ মানুষকে ঘর দেওয়া হয়েছে। গৃহহীনরা ঘর পেয়েছে, কৃষকেরা সার পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে এর জন্য জীবন দিতে হয় নাই। বিএনপির সময় সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে।’
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির আমলে একটি বিদ্যুৎ কেন্দ্র তারা স্থাপন করতে পারে নাই। যার জন্য আমাদের শিল্প ধ্বংসের পথে ছিল। তাদের সময় বিদ্যুৎ মাঝে মাঝে আসত। হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে লোপাট করে বিদেশে পাচার করেছে তারা। সেই টাকা দেশে ফেরত এনেছে এই আওয়ামী সরকার। আমরা মধ্যম আয়ের দেশ। আমাদের অনেক অর্জন। বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে পৃথিবীর ২০০টা দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। যেখানে ভারতের মতো রাষ্ট্র ৫০ তম, আমেরিকা ৮০ তম সেখানে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। আমরা যদি জনসংখ্যা অনুযায়ী বিচার করি তাহলে বাংলাদেশের অবস্থান করোনা নিয়ন্ত্রণে এক নম্বরে আছে। টিকাদানেও পৃথিবীতে আমাদের সফলতা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্ববাসী আমাদের প্রশংসা করে।’
পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, সহসভাপতি আব্দুল মজিদ খান ফটো, মোহাম্মদ রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেলসহ প্রমুখ।

দেশে খাদ্যের অভাব নাই এবং উন্নত চিকিৎসা মানুষের দোরগোড়ায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘সারা পৃথিবী করোনার আঘাতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত কিন্তু বাংলাদেশের অর্থনীতি মজবুত আছে। বাংলাদেশের অর্থনীতি এখনো ৬ ডিজিটের ওপরে। যেখানে আমেরিকা, চায় না, ভারতের মতো দেশ মাইনাসে চলে গেছে সেখানে বাংলাদেশের অর্থনীতিতে ৬ থেকে ৭ শতাংশ এখানো গ্রোথ আছে। দেশে খাদ্যের অভাব নাই, উন্নত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।’
জাহিদ মালেক বলেন, ‘শেখ হাসিনার মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে বিধায় আজ প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশের কেউ না খেয়ে থাকে না। লক্ষ লক্ষ মানুষকে ঘর দেওয়া হয়েছে। গৃহহীনরা ঘর পেয়েছে, কৃষকেরা সার পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে এর জন্য জীবন দিতে হয় নাই। বিএনপির সময় সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে।’
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির আমলে একটি বিদ্যুৎ কেন্দ্র তারা স্থাপন করতে পারে নাই। যার জন্য আমাদের শিল্প ধ্বংসের পথে ছিল। তাদের সময় বিদ্যুৎ মাঝে মাঝে আসত। হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে লোপাট করে বিদেশে পাচার করেছে তারা। সেই টাকা দেশে ফেরত এনেছে এই আওয়ামী সরকার। আমরা মধ্যম আয়ের দেশ। আমাদের অনেক অর্জন। বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে পৃথিবীর ২০০টা দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। যেখানে ভারতের মতো রাষ্ট্র ৫০ তম, আমেরিকা ৮০ তম সেখানে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। আমরা যদি জনসংখ্যা অনুযায়ী বিচার করি তাহলে বাংলাদেশের অবস্থান করোনা নিয়ন্ত্রণে এক নম্বরে আছে। টিকাদানেও পৃথিবীতে আমাদের সফলতা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্ববাসী আমাদের প্রশংসা করে।’
পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, সহসভাপতি আব্দুল মজিদ খান ফটো, মোহাম্মদ রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেলসহ প্রমুখ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে