
শিবালয় (মানিকগঞ্জ): নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনায় শনিবার সকাল ৬টা থেকে বন্ধ রাখা হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরিসহ যাত্রীবাহী নৌ-যান। এতে বিপাকে পড়েছে ফেরি পার হতে আসা অসংখ্য যানবাহন ও যাত্রী সাধারণ। উভয় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে মাইক্রোবাস ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন।
ফেরি বন্ধ রাখার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দুর্ভোগের শিকার যাত্রীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দিতে ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের।
ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ আসে। নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল ৬ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরিসহ যাত্রীবাহী নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে।
এদিকে, ফেরি পারের অপেক্ষায় আটকে পড়া ক্ষুব্ধ যাত্রীদের হামলার আশঙ্কায় ছোট-বড় ১৪টি ফেরি ঘাটের পন্টুন থেকে অন্যত্র নোঙ্গর করে রাখা হয়েছে। মাধবীলতা নামে ছোট একটি ফেরি দিয়ে বিশেষ বিবেচনায় জরুরী রোগী ও লাশবাহী যান পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেটিও পারের অপেক্ষায় থাকা যাত্রী চাপে ঘাটে ভিড়তে পারছে না।
শনিবার দুপুরে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় জড়ো হওয়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানান, ফেরি বন্ধ রাখার বিষয়টি অনন্ত একদিন আগে জানানো জরুরি ছিল। ফেরি কর্তৃপক্ষের হঠাৎ সিদ্ধান্তে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখন ফেরি ছাড়বে আর কখন আমরা নদীপার হব তাও তাঁরা নিশ্চিত করে বলছে না।
শিবালয় থানা ওসি মো. ফিরোজ কবির জানিয়েছেন, পারের অপেক্ষায় আটকে পড়া যাত্রীদের অনেকেই উল্টো ফিরছেন। পরবর্তী নির্দেশনা ও ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীদের ভিড় না করারও অনুরোধ করেন তিনি।
অন্যদিকে, ফেরি ঘাটে অসংখ্য মানুষের ভিড় ও যানবাহন চাপের খবরে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ঘাটমুখী যানবাহন আটকে দিচ্ছে।

শিবালয় (মানিকগঞ্জ): নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনায় শনিবার সকাল ৬টা থেকে বন্ধ রাখা হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরিসহ যাত্রীবাহী নৌ-যান। এতে বিপাকে পড়েছে ফেরি পার হতে আসা অসংখ্য যানবাহন ও যাত্রী সাধারণ। উভয় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে মাইক্রোবাস ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন।
ফেরি বন্ধ রাখার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দুর্ভোগের শিকার যাত্রীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দিতে ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের।
ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ আসে। নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল ৬ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরিসহ যাত্রীবাহী নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে।
এদিকে, ফেরি পারের অপেক্ষায় আটকে পড়া ক্ষুব্ধ যাত্রীদের হামলার আশঙ্কায় ছোট-বড় ১৪টি ফেরি ঘাটের পন্টুন থেকে অন্যত্র নোঙ্গর করে রাখা হয়েছে। মাধবীলতা নামে ছোট একটি ফেরি দিয়ে বিশেষ বিবেচনায় জরুরী রোগী ও লাশবাহী যান পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেটিও পারের অপেক্ষায় থাকা যাত্রী চাপে ঘাটে ভিড়তে পারছে না।
শনিবার দুপুরে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় জড়ো হওয়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানান, ফেরি বন্ধ রাখার বিষয়টি অনন্ত একদিন আগে জানানো জরুরি ছিল। ফেরি কর্তৃপক্ষের হঠাৎ সিদ্ধান্তে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখন ফেরি ছাড়বে আর কখন আমরা নদীপার হব তাও তাঁরা নিশ্চিত করে বলছে না।
শিবালয় থানা ওসি মো. ফিরোজ কবির জানিয়েছেন, পারের অপেক্ষায় আটকে পড়া যাত্রীদের অনেকেই উল্টো ফিরছেন। পরবর্তী নির্দেশনা ও ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীদের ভিড় না করারও অনুরোধ করেন তিনি।
অন্যদিকে, ফেরি ঘাটে অসংখ্য মানুষের ভিড় ও যানবাহন চাপের খবরে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ঘাটমুখী যানবাহন আটকে দিচ্ছে।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৪০ মিনিট আগে