মানিকগঞ্জ প্রতিনিধি

ভোক্তা পর্যায়ে ডিজেল-কেরোসিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সারা দেশের মতোো মানিকগঞ্জে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন না চালানোর সিদ্ধান্ত নিয়ে ধর্মঘট শুরু করেছেন পরিবহন মালিক-শ্রমিকেরা।
এদিকে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে চরম বিপাকে পড়েছে ঢাকাগামী যাত্রী ও সবজি ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, পরিবহন ধর্মঘটের কারণে মানিকগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যায়নি যাত্রীবাহী কোন যানবাহন। বাসস্ট্যান্ড এলাকার পৌর টার্মিনালে সারি সারি বাস বসিয়ে রাখা হয়েছে। উপজেলা থেকেও কোনো পরিবহন ছেড়ে আসেনি। এ কারণে মহাসড়কে কমে গেছে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার প্রতিবাদে তাঁরা গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন। এই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করে শ্রমিকেরা মালিকদের সঙ্গেই আছেন। সকাল থেকে যাত্রীবাহী সব পরিবহনের পাশাপাশি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ আছে।
এ ব্যাপারে সড়ক পরিবহন মালিক সমিতির মানিকগঞ্জ জেলা সভাপতি জাহিদ হোসেন বলেন, দেশের মালিক-শ্রমিকদের ডাকে বাস ও ট্রাক চলাচল ভোর থেকে বন্ধ রয়েছে। তিনি বলেন, আগামী রোববার বিআরটিএর সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠকে অনুষ্ঠিত হবে। বৈঠকে বাসভাড়া পুনর্নির্ধারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জাহিদ হোসেন বলেন, সরকার এভাবে তেলের দাম বাড়াতে পারে না। তেলের মূল্যবৃদ্ধির আগে অবশ্যই পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে তাদের বসা উচিত ছিল। হঠাৎ করে তেলের দাম বাড়িয়ে দেওয়া যায় না।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছে মানিকগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীরা। তারা বাড়ি থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাসস্ট্যান্ডে এসে পরিবহন না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহনে করে রওনা দিচ্ছে। আবার কেউ পরিবহন না পেয়ে উল্টো বাড়ি ফিরে যাচ্ছে।

ভোক্তা পর্যায়ে ডিজেল-কেরোসিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সারা দেশের মতোো মানিকগঞ্জে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন না চালানোর সিদ্ধান্ত নিয়ে ধর্মঘট শুরু করেছেন পরিবহন মালিক-শ্রমিকেরা।
এদিকে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে চরম বিপাকে পড়েছে ঢাকাগামী যাত্রী ও সবজি ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, পরিবহন ধর্মঘটের কারণে মানিকগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যায়নি যাত্রীবাহী কোন যানবাহন। বাসস্ট্যান্ড এলাকার পৌর টার্মিনালে সারি সারি বাস বসিয়ে রাখা হয়েছে। উপজেলা থেকেও কোনো পরিবহন ছেড়ে আসেনি। এ কারণে মহাসড়কে কমে গেছে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার প্রতিবাদে তাঁরা গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন। এই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করে শ্রমিকেরা মালিকদের সঙ্গেই আছেন। সকাল থেকে যাত্রীবাহী সব পরিবহনের পাশাপাশি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ আছে।
এ ব্যাপারে সড়ক পরিবহন মালিক সমিতির মানিকগঞ্জ জেলা সভাপতি জাহিদ হোসেন বলেন, দেশের মালিক-শ্রমিকদের ডাকে বাস ও ট্রাক চলাচল ভোর থেকে বন্ধ রয়েছে। তিনি বলেন, আগামী রোববার বিআরটিএর সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠকে অনুষ্ঠিত হবে। বৈঠকে বাসভাড়া পুনর্নির্ধারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জাহিদ হোসেন বলেন, সরকার এভাবে তেলের দাম বাড়াতে পারে না। তেলের মূল্যবৃদ্ধির আগে অবশ্যই পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে তাদের বসা উচিত ছিল। হঠাৎ করে তেলের দাম বাড়িয়ে দেওয়া যায় না।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছে মানিকগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীরা। তারা বাড়ি থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাসস্ট্যান্ডে এসে পরিবহন না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহনে করে রওনা দিচ্ছে। আবার কেউ পরিবহন না পেয়ে উল্টো বাড়ি ফিরে যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে