মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আগামীকাল থেকে ঢাকার মহাখালী উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে (বিসিপিএস) কেন্দ্রে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। উদ্বোধনী দিনে শতাধিক মানুষকে বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে। এদের মধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইন ওয়ার্কার, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও গণমাধ্যম কর্মীরা থাকবে।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে সদর ও সাটুরিয়া উপজেলা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রথমে ফাইজার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। এর কারণ হচ্ছে ডব্লিউএইচও এটির অনুমোদন দিয়েছে। যারা প্রথম দিকে টিকা পেয়েছেন তাঁরাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারা দেশেই এই কর্মসূচি চালু হবে। যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার বয়স ৯ মাসের ওপরে হয়েছে তাঁদের বুস্টার ডোজের আওতায় আনা হবে।
জাহিদ মালেক বলেন, আমাদের টিকার কোন সংকট নেই। সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। তাই টিকার কোন সংকট হবে না।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ওমিক্রন খুবই সংক্রামক। ওমিক্রন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে। ওমিক্রন মোকাবিলায় যা যা করণীয় আছে তা আমরা করেছি। জেলা প্রশাসনগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশ থেকে যারা আসবে তাঁদের যেন কোয়ারেন্টিনে রাখা হয়। যারা বিদেশ থেকে আসবে তাঁদের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে।
জাহিদ মালেক বলেন, ভারত থেকে সীমান্ত দিয়ে যারা আসবে তাঁদের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারপরও সবাইকে সতর্ক থাকতে হবে। টিকা নিলে যেকোনো ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। কাজেই টিকাটা নিয়ে নেবেন। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আলোচনা সভা শেষে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার ৭২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, ৯২ পরিবারকে ঢেউটিন ও তিন হাজার টাকা এবং দুই উপজেলার প্রায় ৫ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আগামীকাল থেকে ঢাকার মহাখালী উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে (বিসিপিএস) কেন্দ্রে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। উদ্বোধনী দিনে শতাধিক মানুষকে বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে। এদের মধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইন ওয়ার্কার, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও গণমাধ্যম কর্মীরা থাকবে।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে সদর ও সাটুরিয়া উপজেলা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রথমে ফাইজার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। এর কারণ হচ্ছে ডব্লিউএইচও এটির অনুমোদন দিয়েছে। যারা প্রথম দিকে টিকা পেয়েছেন তাঁরাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারা দেশেই এই কর্মসূচি চালু হবে। যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার বয়স ৯ মাসের ওপরে হয়েছে তাঁদের বুস্টার ডোজের আওতায় আনা হবে।
জাহিদ মালেক বলেন, আমাদের টিকার কোন সংকট নেই। সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। তাই টিকার কোন সংকট হবে না।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ওমিক্রন খুবই সংক্রামক। ওমিক্রন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে। ওমিক্রন মোকাবিলায় যা যা করণীয় আছে তা আমরা করেছি। জেলা প্রশাসনগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশ থেকে যারা আসবে তাঁদের যেন কোয়ারেন্টিনে রাখা হয়। যারা বিদেশ থেকে আসবে তাঁদের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে।
জাহিদ মালেক বলেন, ভারত থেকে সীমান্ত দিয়ে যারা আসবে তাঁদের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারপরও সবাইকে সতর্ক থাকতে হবে। টিকা নিলে যেকোনো ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। কাজেই টিকাটা নিয়ে নেবেন। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আলোচনা সভা শেষে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার ৭২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, ৯২ পরিবারকে ঢেউটিন ও তিন হাজার টাকা এবং দুই উপজেলার প্রায় ৫ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩৪ মিনিট আগে