Ajker Patrika

‘ঝুঁকিপূর্ণ’ দুই কেন্দ্র, নির্বাচন নিয়ে শঙ্কা এবারও

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
‘ঝুঁকিপূর্ণ’ দুই কেন্দ্র, নির্বাচন নিয়ে শঙ্কা এবারও

মানিকগঞ্জের সিঙ্গাইরে দ্বিতীয় ধাপে ১১ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। নির্বাচনীয় সহিংসতা এড়াতে প্রতিটি নির্বাচনে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরও কেন্দ্র দুটিতে বিগত দুই ইউপি নির্বাচনে সুষ্ঠু ভোট হয়নি বলে অভিযোগ স্থানীয় ভোটারদের। 

চর দুর্গাপুর গ্রামের ফজর আলী, পশ্চিম ভাকুম কেন্দ্রের ভোটার মো. আলমাস উদ্দিন ও মো. বাবুল হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, জয়মন্টপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরদুর্গাপুর ও পশ্চিম ভাকুম কেন্দ্র দুটি নদীর এপার-ওপার। প্রতি নির্বাচনেই কেন্দ্রটি দখল নেয় বর্তমান ইউপি সদস্য আব্দুস সালামের লোকজন। ভোট কেন্দ্রে গেলে ওই ওয়ার্ডের বর্তমান মেম্বারের কর্মীরা জোর করে ব্যালট পেপারে সিল মারে। প্রতি নির্বাচনেই ওই কেন্দ্রে মারামারির ঘটনা ঘটে। 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য পদ-প্রার্থী মো. ইলিয়াস হোসেন বলেন, কেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ণ। গত নির্বাচনেও আমি প্রার্থী হয়েছিলাম। কেন্দ্রটিতে ভোটাররা ভোট দিতে গেলে বর্তমান মেম্বার আব্দুস সালামের লোকজন ব্যালট পেপার কেড়ে নিয়ে ইচ্ছে মতো সিল মারে। ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। কেন্দ্রটি অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। প্রশাসনের কাছে দাবি এ বছর যেন মানুষ সুষ্ঠু স্বাভাবিক ভাবে ভোট দিতে পারে। 

সিঙ্গাইর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহাবুব রোমান চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তা জোরদার করা হবে। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কে কোন দল করে সেটা দেখার বিষয় নয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাউকে ছাড় দেওয়া হবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত