মানিকগঞ্জ প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারনার ক্ষেত্রে প্রার্থীদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করবেন, মিছিল মিটিং করবেন। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন না। এতে করোনা ঝুঁকি রয়ে যায়। নির্বাচনের মাধ্যমে যাতে মরণঘাতি করোনা বৃদ্ধি না পায়, সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে।
আজ শনিবার বেলা সাড়ে ১২টায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়াপাড়া ইউনিয়নের শুভ্র সেন্টারে আয়োজিত সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মরণঘাতী করোনা নিয়ন্ত্রণ না হলে আমাদের দেশের অর্থনীতির চাকা স্থবির হয়ে যাবে, লেখাপড়া, স্বাস্থ্যসেবাসহ উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অনেক দিন ধরেই সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। যেখানে প্রতিদিন আমেরিকা দুই হাজার, রাশিয়া ১২ থেকে ১৩ শ, ইউরোপে চার থেকে পাঁচশ ও ভারতে দুই থেকে তিনশ লোক মারা যাচ্ছে।
তিনি বলেন, আমাদের এখন টিকা নেওয়ার পাশাপাশি সকল ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তা হলেই একদিন আমাদের দেশ করোনা শূন্যের কোঠায় নেমে আসবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশের ছোট, বড় সবার জন্যই টিকার ব্যবস্থা করা হয়েছে। রেজিস্ট্রেশন থাকুক বা না থাকুক ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে গেলেই টিকা নেওয়া যাবে। যাদের ভোটার আইডি কার্ড নেই তারাও টিকা নিতে পারবেন।
ইউপি নির্বাচন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দলের মনোনীত প্রার্থীর বিরোধিতা করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে বিরোধিতা করা। এই বিরোধিতাকারীদের কোনভাবেই বরদাস্ত করা হবে না। দল যাকে মনোনয়ন দেবে সবাই মিলে তার পক্ষেই কাজ করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের রাজনীতির প্রতিপক্ষ আমরা নই। আমাদের রাজনীতির প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীরা। এই বিরোধী শক্তিরাই দুর্গাপূজার সময় তাণ্ডব চালিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। তারা দেশের ভাবমূর্তি বিনষ্টসহ দেশের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির করার গভীর ষড়যন্ত্র করেছেন। সেই ষড়যন্ত্র এখনো চলছে।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহ্বাজ ফজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খাঁন আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টারসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারনার ক্ষেত্রে প্রার্থীদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করবেন, মিছিল মিটিং করবেন। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন না। এতে করোনা ঝুঁকি রয়ে যায়। নির্বাচনের মাধ্যমে যাতে মরণঘাতি করোনা বৃদ্ধি না পায়, সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে।
আজ শনিবার বেলা সাড়ে ১২টায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়াপাড়া ইউনিয়নের শুভ্র সেন্টারে আয়োজিত সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মরণঘাতী করোনা নিয়ন্ত্রণ না হলে আমাদের দেশের অর্থনীতির চাকা স্থবির হয়ে যাবে, লেখাপড়া, স্বাস্থ্যসেবাসহ উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অনেক দিন ধরেই সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। যেখানে প্রতিদিন আমেরিকা দুই হাজার, রাশিয়া ১২ থেকে ১৩ শ, ইউরোপে চার থেকে পাঁচশ ও ভারতে দুই থেকে তিনশ লোক মারা যাচ্ছে।
তিনি বলেন, আমাদের এখন টিকা নেওয়ার পাশাপাশি সকল ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তা হলেই একদিন আমাদের দেশ করোনা শূন্যের কোঠায় নেমে আসবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশের ছোট, বড় সবার জন্যই টিকার ব্যবস্থা করা হয়েছে। রেজিস্ট্রেশন থাকুক বা না থাকুক ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে গেলেই টিকা নেওয়া যাবে। যাদের ভোটার আইডি কার্ড নেই তারাও টিকা নিতে পারবেন।
ইউপি নির্বাচন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দলের মনোনীত প্রার্থীর বিরোধিতা করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে বিরোধিতা করা। এই বিরোধিতাকারীদের কোনভাবেই বরদাস্ত করা হবে না। দল যাকে মনোনয়ন দেবে সবাই মিলে তার পক্ষেই কাজ করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের রাজনীতির প্রতিপক্ষ আমরা নই। আমাদের রাজনীতির প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীরা। এই বিরোধী শক্তিরাই দুর্গাপূজার সময় তাণ্ডব চালিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। তারা দেশের ভাবমূর্তি বিনষ্টসহ দেশের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির করার গভীর ষড়যন্ত্র করেছেন। সেই ষড়যন্ত্র এখনো চলছে।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহ্বাজ ফজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খাঁন আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টারসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১১ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৯ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২৬ মিনিট আগে