হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর ও সদর উপজেলায় তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোটের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে হরিরামপুরের বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তবে গত নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের এবার মনোনয়ন দেওয়ার সুযোগ নেই, তাই চাপে রয়েছেন তাঁরা।
জানা যায়, নির্বাচনী প্রচার-প্রচারণার ক্ষেত্রে সরকারদলীয় আ.লীগের প্রার্থীরাই নির্বাচনী মাঠ বেশি চষে বেড়াচ্ছেন। পাশাপাশি দলীয় মনোনয়নের জন্যও তাঁরা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রতিটি ইউনিয়নেই একাধিক নতুন মুখ দেখা গেছে। তবে গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় বিদ্রোহী প্রার্থীর মধ্যে বাল্লা ইউনিয়নের শফিকুল ইসলাম হাজারী শামীম, গালা ইউনিয়নের আব্দুল মান্নান, হামিদুর শিকদার লেবু ও মাহফুজুর রহমান, চালা ইউনিয়নের সেলিম মোল্লা, বয়ড়া ইউনিয়নে পবিত্র কুমার শাখারী, লেছড়াগঞ্জ ইউনিয়নে সৈয়দ হোসেন ইমাম সোনামিয়া ও হারুকান্দি ইউনিয়নে আসাদুজ্জামান চুন্নু সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছেন।
২০১৬ সালের ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের ফলাফলে দেখা যায়, হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে সরকারদলীয় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে কাঞ্চনপুর, রামকৃষ্ণপুর, আজিমনগর ও সুতালড়ী ইউনিয়ন জয়লাভ করে। বিএনপির ধানের শিষ প্রতীক নিয়ে বাল্লা, গালা, গোপীনাথপুর, বলড়া ও বয়ড়া ইউনিয়নে জয়লাভ করে। এ ছাড়া চালা, ধুলশুড়া, হারুকান্দি ও লেছড়াগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।
সরকারদলীয় প্রার্থীদের এমন পরাজয়ের নেপথ্য কারণ হিসেবে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, প্রতিটি ইউনিয়নে দলীয় একাধিক বিদ্রোহী প্রার্থী ও দলীয় অন্তর্কোন্দলের প্রার্থী বাছাইয়েও ভুল সিদ্ধান্ত ছিল।
হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও বাল্লা ইউনিয়নে গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম হাজারী শামিম বলেন, `আমি দলীয় মনোনয়নপ্রত্যাশী। তবে দলীয় মনোনয়ন না পেলে মনোনয়ন ঘোষণার পর নির্বাচন করা বা না করার সিদ্ধান্ত নেব।'
হারুকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান চুন্নু বলেন,` আমার পরিবারের সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। গত নির্বাচনে দলের পক্ষ থেকে যখন আমার কোনো মতামত নেওয়া হয়নি তখন আমি জনগণের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করি এবং বিজয় লাভ করি।'
আসন্ন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আসাদুজ্জামান চুন্নু বলেন, জনগণের চাপ আর দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সব। আগে দলীয় মনোনয়ন ঘোষণা হোক। তারপর বাকিটা বোঝা যাবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বলেন, `প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ কেন্দ্রের নির্দেশমতো কাজ করব। এখন পর্যন্ত জানতে পেরেছি, যত জনপ্রিয় হোক, গত নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। এমনকি দলীয় বিদ্রোহী প্রার্থীদের দলীয় ফরম গ্রহণ করার সুযোগ নেই। আমাদের কারণে আমরা পরাজিত হব, এটা আর হতে দেওয়া হবে না। ক্লিন ইমেজ ছাড়া কাউকে মনোনয়ন দেওয়া হবে না।'

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর ও সদর উপজেলায় তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোটের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে হরিরামপুরের বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তবে গত নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের এবার মনোনয়ন দেওয়ার সুযোগ নেই, তাই চাপে রয়েছেন তাঁরা।
জানা যায়, নির্বাচনী প্রচার-প্রচারণার ক্ষেত্রে সরকারদলীয় আ.লীগের প্রার্থীরাই নির্বাচনী মাঠ বেশি চষে বেড়াচ্ছেন। পাশাপাশি দলীয় মনোনয়নের জন্যও তাঁরা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রতিটি ইউনিয়নেই একাধিক নতুন মুখ দেখা গেছে। তবে গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় বিদ্রোহী প্রার্থীর মধ্যে বাল্লা ইউনিয়নের শফিকুল ইসলাম হাজারী শামীম, গালা ইউনিয়নের আব্দুল মান্নান, হামিদুর শিকদার লেবু ও মাহফুজুর রহমান, চালা ইউনিয়নের সেলিম মোল্লা, বয়ড়া ইউনিয়নে পবিত্র কুমার শাখারী, লেছড়াগঞ্জ ইউনিয়নে সৈয়দ হোসেন ইমাম সোনামিয়া ও হারুকান্দি ইউনিয়নে আসাদুজ্জামান চুন্নু সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছেন।
২০১৬ সালের ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের ফলাফলে দেখা যায়, হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে সরকারদলীয় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে কাঞ্চনপুর, রামকৃষ্ণপুর, আজিমনগর ও সুতালড়ী ইউনিয়ন জয়লাভ করে। বিএনপির ধানের শিষ প্রতীক নিয়ে বাল্লা, গালা, গোপীনাথপুর, বলড়া ও বয়ড়া ইউনিয়নে জয়লাভ করে। এ ছাড়া চালা, ধুলশুড়া, হারুকান্দি ও লেছড়াগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।
সরকারদলীয় প্রার্থীদের এমন পরাজয়ের নেপথ্য কারণ হিসেবে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, প্রতিটি ইউনিয়নে দলীয় একাধিক বিদ্রোহী প্রার্থী ও দলীয় অন্তর্কোন্দলের প্রার্থী বাছাইয়েও ভুল সিদ্ধান্ত ছিল।
হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও বাল্লা ইউনিয়নে গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম হাজারী শামিম বলেন, `আমি দলীয় মনোনয়নপ্রত্যাশী। তবে দলীয় মনোনয়ন না পেলে মনোনয়ন ঘোষণার পর নির্বাচন করা বা না করার সিদ্ধান্ত নেব।'
হারুকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান চুন্নু বলেন,` আমার পরিবারের সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। গত নির্বাচনে দলের পক্ষ থেকে যখন আমার কোনো মতামত নেওয়া হয়নি তখন আমি জনগণের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করি এবং বিজয় লাভ করি।'
আসন্ন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আসাদুজ্জামান চুন্নু বলেন, জনগণের চাপ আর দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সব। আগে দলীয় মনোনয়ন ঘোষণা হোক। তারপর বাকিটা বোঝা যাবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বলেন, `প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ কেন্দ্রের নির্দেশমতো কাজ করব। এখন পর্যন্ত জানতে পেরেছি, যত জনপ্রিয় হোক, গত নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। এমনকি দলীয় বিদ্রোহী প্রার্থীদের দলীয় ফরম গ্রহণ করার সুযোগ নেই। আমাদের কারণে আমরা পরাজিত হব, এটা আর হতে দেওয়া হবে না। ক্লিন ইমেজ ছাড়া কাউকে মনোনয়ন দেওয়া হবে না।'

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
১ ঘণ্টা আগে