হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ঝিটকা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে হরিরামপুর থানা-পুলিশ। নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন শফিক বিশ্বাস।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গত ২ জানুয়ারি মধ্য রাতে উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকায় নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ সময় ক্যাম্পের ভেতরে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। একইদিন রাতে কামারঘোনা এলাকায় অবস্থিত আরেকটি নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করা হয়। সেখানেও ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আগুন দিয়ে পোড়ানো হয় প্রধানমন্ত্রীর ছবিও। এ ঘটনায় নৌকার প্রার্থী রাজিবুল হাসান রাজিব বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী শফিক বিশ্বাসকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৫০ জনের নামসহ আরও ২০ / ২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়।
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গত ৩ জানুয়ারি রুজুকৃত একটি মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে ঝিটকা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ঝিটকা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে হরিরামপুর থানা-পুলিশ। নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন শফিক বিশ্বাস।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গত ২ জানুয়ারি মধ্য রাতে উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকায় নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ সময় ক্যাম্পের ভেতরে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। একইদিন রাতে কামারঘোনা এলাকায় অবস্থিত আরেকটি নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করা হয়। সেখানেও ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আগুন দিয়ে পোড়ানো হয় প্রধানমন্ত্রীর ছবিও। এ ঘটনায় নৌকার প্রার্থী রাজিবুল হাসান রাজিব বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী শফিক বিশ্বাসকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৫০ জনের নামসহ আরও ২০ / ২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়।
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গত ৩ জানুয়ারি রুজুকৃত একটি মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে ঝিটকা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
২ ঘণ্টা আগে