Ajker Patrika

শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত ৬

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৮: ৩৮
শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত ৬

মাদারীপুর জেলার শিবচরে ট্রাক উল্টে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে উল্টে পাশের খাদে পড়ে যায়।

এ ঘটনায় নিহতেরা হলেন, টোল প্লাজার স্টাফ নির্মল (২৬), মাইনুল ইসলাস সোহান (২৫), পুলক (২২) এবং ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ গ্রামের কবির হোসেনের ছেলে মিরাজ (৩০), চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে আরিফ (২৫) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজী (৩৫)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা থেকে একটি ট্রাক বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের মালামাল বোঝাই করে কয়েকজন শ্রমিক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের আড়িয়াল খা নদের হাজী শরীয়তুল্লাহ সেতুর টোল প্লাজায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ২ জন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

হাজী শরীয়তুল্লাহ সেতুর টোল প্লাজার স্টাফ আনিস বলেন, ট্রাকটি টোল প্লাজায় কর্মরত আমাদের স্টাফদের ওপর দিয়ে উঠিয়ে দিয়েছে। ট্রাকে চাকায় পিষ্ট হয়ে আমাদের ৩ জন স্টাফ ভাঙা ও ফরিদপুর হাসপাতালে মারা গেছেন। 

শিবচর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার কর্মরতদের ওপর দিয়ে উঠিয়ে দিয়েছে। এতে টোল প্লাজার ৩ স্টাফসহ ৬ জন মারা যাওয়ার খবর পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত