মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় হাতবোমার বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন আয়নাল মাতুব্বর (৬৫), আরমান মাতুব্বর (২২) ও আলী খাঁর মেয়ে সামিয়া আক্তার (৭)। গতকাল বুধবার রাতে প্রতিপক্ষ তাঁদের উদ্দেশে কয়েকটি হাতবোমা ছোড়ে বলে অভিযোগ উঠেছে।
আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের সঙ্গে একই এলাকার আয়নাল মাতুব্বরের বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে বুধবার রাতে আয়নাল ও তার পরিবারের ওপর এজাজুর রহমান আকনের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে একটি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে শিশুসহ আহত হয় তিনজন।
আহত আয়নাল মাতুব্বর বলেন, ‘রাতে হঠাৎ করে প্রতিপক্ষ এজাজুর রহমান আকনের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তার লোকজনের হাতবোমায় আমরা আহত হয়েছি। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।’
মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাজুর রহমান আকন বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমি বা আমার পরিবার কোনোভাবেই জড়িত না। অন্য কেউ আমাকে ফাঁসাতে এমন করতে পারে। তা ছাড়া রাতে আমি মাদারীপুর শহরে ছিলাম। তাই এই ঘটনার যারা ঘটিয়েছে আমিও তাদের বিচার দাবি করছি।’
প্রসঙ্গত, গত ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী সাহেব আলী মাতুব্বরকে (৬৯) কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর থেকে কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাজুর রহমান আকন ও নিহত সাহেব আলী মাতুব্বরের বড়ভাই আয়নাল মাতুব্বরের পরিবারের মাঝে বিরোধ সৃষ্টি হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় হাতবোমার বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন আয়নাল মাতুব্বর (৬৫), আরমান মাতুব্বর (২২) ও আলী খাঁর মেয়ে সামিয়া আক্তার (৭)। গতকাল বুধবার রাতে প্রতিপক্ষ তাঁদের উদ্দেশে কয়েকটি হাতবোমা ছোড়ে বলে অভিযোগ উঠেছে।
আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের সঙ্গে একই এলাকার আয়নাল মাতুব্বরের বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে বুধবার রাতে আয়নাল ও তার পরিবারের ওপর এজাজুর রহমান আকনের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে একটি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে শিশুসহ আহত হয় তিনজন।
আহত আয়নাল মাতুব্বর বলেন, ‘রাতে হঠাৎ করে প্রতিপক্ষ এজাজুর রহমান আকনের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তার লোকজনের হাতবোমায় আমরা আহত হয়েছি। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।’
মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাজুর রহমান আকন বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমি বা আমার পরিবার কোনোভাবেই জড়িত না। অন্য কেউ আমাকে ফাঁসাতে এমন করতে পারে। তা ছাড়া রাতে আমি মাদারীপুর শহরে ছিলাম। তাই এই ঘটনার যারা ঘটিয়েছে আমিও তাদের বিচার দাবি করছি।’
প্রসঙ্গত, গত ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী সাহেব আলী মাতুব্বরকে (৬৯) কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর থেকে কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাজুর রহমান আকন ও নিহত সাহেব আলী মাতুব্বরের বড়ভাই আয়নাল মাতুব্বরের পরিবারের মাঝে বিরোধ সৃষ্টি হয়েছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে