মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় মোটরসাইকেল চাপায় মামুন-অর-রশীদ (৭০) নামে একজন বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ মোটরসাইকেলের চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার দুপুরে উপজেলার সমিতিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মামুন-অর-রশীদ উপজেলার কালাই-সরদারেরচর গ্রামের মৃত মো. ওসমান মুন্সীর ছেলে।
পুলিশ, পারিবারিক, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মামুন-অর-রশীদ কালকিনি-সমিতিরহাট আঞ্চলিক সড়কের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপজেলার কালাই-সরদারেরচর গ্রামের সাজু খানের ছেলে ইমরান খাঁ (২৩) ও তার বন্ধু একই উপজেলার সমিতিরহাট এলাকার নুরু হাওলাদারের ছেলে তোফাজ্জেল হাওলাদারকে (২০) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাজারের দিকে যাচ্ছিলেন।
সমিতিরহাট বাজারের কাছাকাছি আসলে কালকিনি-সমিতিরহাট আঞ্চলিক সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধা মামুন-অর-রশীদকে চাপা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় গুরুতর আহত হন চালক ইমরান ও তাঁর বন্ধু তোফাজ্জেল। তাঁদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এই ঘটনায় নিহতের ছেলে তাকিবুল রহমান বাদী হয়ে কালকিনি থানায় মামলা করেন। গ্রেপ্তার অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার ঘটনায় তাঁর ছেলে তাকিবুল রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে ইমরান ও তোফাজ্জেলের নামে মামলা করেছেন। পরে আটক দুজনকেই গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মাদারীপুর সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা চলছে।’

মাদারীপুরের কালকিনি উপজেলায় মোটরসাইকেল চাপায় মামুন-অর-রশীদ (৭০) নামে একজন বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ মোটরসাইকেলের চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার দুপুরে উপজেলার সমিতিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মামুন-অর-রশীদ উপজেলার কালাই-সরদারেরচর গ্রামের মৃত মো. ওসমান মুন্সীর ছেলে।
পুলিশ, পারিবারিক, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মামুন-অর-রশীদ কালকিনি-সমিতিরহাট আঞ্চলিক সড়কের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপজেলার কালাই-সরদারেরচর গ্রামের সাজু খানের ছেলে ইমরান খাঁ (২৩) ও তার বন্ধু একই উপজেলার সমিতিরহাট এলাকার নুরু হাওলাদারের ছেলে তোফাজ্জেল হাওলাদারকে (২০) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাজারের দিকে যাচ্ছিলেন।
সমিতিরহাট বাজারের কাছাকাছি আসলে কালকিনি-সমিতিরহাট আঞ্চলিক সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধা মামুন-অর-রশীদকে চাপা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় গুরুতর আহত হন চালক ইমরান ও তাঁর বন্ধু তোফাজ্জেল। তাঁদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এই ঘটনায় নিহতের ছেলে তাকিবুল রহমান বাদী হয়ে কালকিনি থানায় মামলা করেন। গ্রেপ্তার অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার ঘটনায় তাঁর ছেলে তাকিবুল রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে ইমরান ও তোফাজ্জেলের নামে মামলা করেছেন। পরে আটক দুজনকেই গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মাদারীপুর সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা চলছে।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে