লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বোন পাওনা টাকা চাওয়ায় যুবকের দায়ের কোপে মা-বাবাসহ একই পরিবারের ছয়জন রক্তাক্ত জখম হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের কাচারী বাজার এলাকার শশীভুষনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাচারী বাজার এলাকার শশীভুষন রায় (৬৮), তাঁর স্ত্রী প্রমিলা রায় (৬০), মেয়ে সরস্বতী রায় (৪০), ছেলে মনমধু রায় (৩৮), মাধব রায় (৩২) ও মনোরঞ্জন রায় (৪২)। তাঁদের মধ্যে মাধব রায়ের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ রয়েছে।
পরিবার ও স্থানীয়রা জানান, শশীভুষনের ছোট ছেলে মাধব রায় সম্প্রতি জমি কিনতে বড় বোন সরস্বতী রায়ের কাছ থেকে কিছু টাকা ঋণ নেন। সেই টাকা আজ–কাল দেবেন বলে বিলম্ব করায় ভাইবোনের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। আজ শনিবার দুপুরে সেই পাওনা টাকা নিতে বাবার বাড়ি আসেন সরস্বতী রায়। ছোট ভাই মাধব রায়ের কাছে পাওনা টাকা চাওয়ায় তাঁদের বিতর্ক বাধে।
একপর্যায়ে বড় বোনের ওপর দা দিয়ে হামলা চালান মাধব। মেয়েকে বাঁচাতে মা-বাবাসহ ও পরে দুই ভাই এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মাধব রায়সহ পরিবারের ছয় সদস্যই রক্তাক্ত জখম হন।
তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এসে আহতদের উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে বাড়ির বড় ছেলে লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অফিস সহকারী মনোরঞ্জন রায় বলেন, ‘পাওনা টাকা চাওয়ায় বোনের ওপর হামলা চালায় মাধব। বোনকে বাঁচাতে গিয়ে বাড়ির বাকি সদস্যরা আহত হয়েছেন। আমিও নিজেও তাদের বিতর্ক থামাতে গিয়ে আহত হয়েছি।’
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্ব থাকা ডা. সুমন মিয়া বলেন, আহত ছয়জনের মধ্যে পাঁচজনই মারাত্মক জখম হয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বোন পাওনা টাকা চাওয়ায় যুবকের দায়ের কোপে মা-বাবাসহ একই পরিবারের ছয়জন রক্তাক্ত জখম হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের কাচারী বাজার এলাকার শশীভুষনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাচারী বাজার এলাকার শশীভুষন রায় (৬৮), তাঁর স্ত্রী প্রমিলা রায় (৬০), মেয়ে সরস্বতী রায় (৪০), ছেলে মনমধু রায় (৩৮), মাধব রায় (৩২) ও মনোরঞ্জন রায় (৪২)। তাঁদের মধ্যে মাধব রায়ের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ রয়েছে।
পরিবার ও স্থানীয়রা জানান, শশীভুষনের ছোট ছেলে মাধব রায় সম্প্রতি জমি কিনতে বড় বোন সরস্বতী রায়ের কাছ থেকে কিছু টাকা ঋণ নেন। সেই টাকা আজ–কাল দেবেন বলে বিলম্ব করায় ভাইবোনের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। আজ শনিবার দুপুরে সেই পাওনা টাকা নিতে বাবার বাড়ি আসেন সরস্বতী রায়। ছোট ভাই মাধব রায়ের কাছে পাওনা টাকা চাওয়ায় তাঁদের বিতর্ক বাধে।
একপর্যায়ে বড় বোনের ওপর দা দিয়ে হামলা চালান মাধব। মেয়েকে বাঁচাতে মা-বাবাসহ ও পরে দুই ভাই এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মাধব রায়সহ পরিবারের ছয় সদস্যই রক্তাক্ত জখম হন।
তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এসে আহতদের উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে বাড়ির বড় ছেলে লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অফিস সহকারী মনোরঞ্জন রায় বলেন, ‘পাওনা টাকা চাওয়ায় বোনের ওপর হামলা চালায় মাধব। বোনকে বাঁচাতে গিয়ে বাড়ির বাকি সদস্যরা আহত হয়েছেন। আমিও নিজেও তাদের বিতর্ক থামাতে গিয়ে আহত হয়েছি।’
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্ব থাকা ডা. সুমন মিয়া বলেন, আহত ছয়জনের মধ্যে পাঁচজনই মারাত্মক জখম হয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
১৮ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে