লালমনিরহাট প্রতিনিধি

চলন্ত ট্রেনে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে লালমনিরহাট রেলওয়ের অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বিকেলে এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানায় মামলা করেছেন লালমনিরহাট রেলওয়ে থানার এএসআই রুহুল আমীন।
এর আগে একই দিন সকালে লালমনি এক্সপ্রেস চলন্ত ট্রেনের খ বগির ৭ নম্বর কেবিনে ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেপ্তার অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীর বাড়ি বরিশালে। তিনি লালমনিরহাট রেলওয়ের সেলুন বেয়ারা ভারপ্রাপ্ত অ্যাটেনডেন্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে কর্মরত।
মামলার বিবরণে জানা গেছে, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১৩) গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাতে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ জেলার ট্রেনে না উঠে ভুলবশত লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় স্কুলছাত্রীর কাছে টিকিট না পাওয়ায় অ্যাটেনডেন্ট আক্কাছ গাজী তাঁর কক্ষে নিয়ে যান। একপর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে আজ বুধবার সকাল ৮টার দিকে কেবিনে নিয়ে জোর করে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে স্কুলছাত্রীর চেঁচামেচিতে ট্রেনে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিবস্ত্র অবস্থায় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত আক্কাছ গাজীকে হাতেনাতে আটক করেন।
নির্যাতনের শিকার স্কুলছাত্রীর পরিবারের কাউকে না পেয়ে এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমীন বাদী হয়ে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযুক্ত অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, ‘নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় পৌঁছালে তাদের হাতে ওই স্কুলছাত্রীকে তুলে দেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

চলন্ত ট্রেনে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে লালমনিরহাট রেলওয়ের অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বিকেলে এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানায় মামলা করেছেন লালমনিরহাট রেলওয়ে থানার এএসআই রুহুল আমীন।
এর আগে একই দিন সকালে লালমনি এক্সপ্রেস চলন্ত ট্রেনের খ বগির ৭ নম্বর কেবিনে ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেপ্তার অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীর বাড়ি বরিশালে। তিনি লালমনিরহাট রেলওয়ের সেলুন বেয়ারা ভারপ্রাপ্ত অ্যাটেনডেন্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে কর্মরত।
মামলার বিবরণে জানা গেছে, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১৩) গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাতে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ জেলার ট্রেনে না উঠে ভুলবশত লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় স্কুলছাত্রীর কাছে টিকিট না পাওয়ায় অ্যাটেনডেন্ট আক্কাছ গাজী তাঁর কক্ষে নিয়ে যান। একপর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে আজ বুধবার সকাল ৮টার দিকে কেবিনে নিয়ে জোর করে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে স্কুলছাত্রীর চেঁচামেচিতে ট্রেনে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিবস্ত্র অবস্থায় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত আক্কাছ গাজীকে হাতেনাতে আটক করেন।
নির্যাতনের শিকার স্কুলছাত্রীর পরিবারের কাউকে না পেয়ে এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমীন বাদী হয়ে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযুক্ত অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, ‘নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় পৌঁছালে তাদের হাতে ওই স্কুলছাত্রীকে তুলে দেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে