লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি

সিনিয়র ও জুনিয়ার বসার জেরে লক্ষ্মীপুরে যুবলীগ নেতা রবিন হাওলাদারকে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রায়পুর উপজেলার বামনীর পশ্চিম সাগরী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রবিন হাওলাদারকে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রবিন বামনীর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়রা জানান, রায়পুর উপজেলার বামনীর পশ্চিম সাগরদীর কালভার্ট এলাকায় আশপাশের যুবকেরা প্রায়ই বসে আড্ডা দেয়। মাঝেমধ্যে তারা বিভিন্ন ধরনের নেশাও করেন। গতকাল ইফতারের পরে রবিন হাওলাদারসহ কয়েকজন ওইখানে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় রবিনের সঙ্গে ছাত্রদলের নেতা শান্তর সিনিয়র-জুনিয়র বসা নিয়ে তর্ক হয়। এরপর ঘটনাস্থল থেকে সবাই চলে যায়।
এ ঘটনা সমাধানের কথা বলে রাতে রবিনকে ঘর থেকে ডেকে নেওয়া হয়। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউনিয়ন ছাত্রদলের নেতা শান্তর নেতৃত্বে রবিনের ওপর হামলা চালানো হয়। এ সময় রবিনকে কুপিয়ে আহত করা হয় বলে দাবি করেছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. কাউছার। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কালভার্ট এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এরা সবাই উঠতি বয়সী কিশোর। তাদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। সামান্য কথায় এরা একে অপরকে মারধর করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, গতকাল রাতে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে রবিন হাওলাদারকে মারধর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে সেটাও তদন্ত করে বের করা হবে।

সিনিয়র ও জুনিয়ার বসার জেরে লক্ষ্মীপুরে যুবলীগ নেতা রবিন হাওলাদারকে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রায়পুর উপজেলার বামনীর পশ্চিম সাগরী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রবিন হাওলাদারকে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রবিন বামনীর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়রা জানান, রায়পুর উপজেলার বামনীর পশ্চিম সাগরদীর কালভার্ট এলাকায় আশপাশের যুবকেরা প্রায়ই বসে আড্ডা দেয়। মাঝেমধ্যে তারা বিভিন্ন ধরনের নেশাও করেন। গতকাল ইফতারের পরে রবিন হাওলাদারসহ কয়েকজন ওইখানে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় রবিনের সঙ্গে ছাত্রদলের নেতা শান্তর সিনিয়র-জুনিয়র বসা নিয়ে তর্ক হয়। এরপর ঘটনাস্থল থেকে সবাই চলে যায়।
এ ঘটনা সমাধানের কথা বলে রাতে রবিনকে ঘর থেকে ডেকে নেওয়া হয়। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউনিয়ন ছাত্রদলের নেতা শান্তর নেতৃত্বে রবিনের ওপর হামলা চালানো হয়। এ সময় রবিনকে কুপিয়ে আহত করা হয় বলে দাবি করেছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. কাউছার। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কালভার্ট এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এরা সবাই উঠতি বয়সী কিশোর। তাদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। সামান্য কথায় এরা একে অপরকে মারধর করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, গতকাল রাতে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে রবিন হাওলাদারকে মারধর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে সেটাও তদন্ত করে বের করা হবে।

সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৪২ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
২ ঘণ্টা আগে