কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালকসহ আরও দুই আরোহী।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের লালন বাজার-পান্টি সড়কের জোতমোড়া স্কুল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সাব্বির হোসেন উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুরিয়া গ্রামের আলী হোসেনের ছেলে। স্থানীয় একটি কলেজের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ছাত্র তিনি। আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে সাব্বির হোসেন মোটরসাইকেল যোগে যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। অন্য একটি মোটরসাইকেলে তিনজন আরোহী জয়বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। জোতমোড়া স্কুলপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের স্থানীয়রা কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়া হলে সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, মোটরসাইকেলটি স্কুলপাড়া এলাকার বাবলু ফরায়েজির হেফাজতে রয়েছে।
এ বিষয়ে নিহতের ফুফাতো ভাই ও জোতমোড়া গ্রামের বাসিন্দা মাসুম বিল্লা বলেন, ‘সাব্বির রাতে জয়বাংলা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। স্কুলপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। আমরা মাইক্রোবাসে করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’
মাইক্রোবাসের চালক হাবিল বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন আহত হয়ে পড়ে ছিল। স্থানীয়রা আমার গাড়িতে তুলে দেয়। আমি কুষ্টিয়া সদর হাসপাতালে দিয়ে আসি। তবে তাঁদের নাম ঠিকানা জানি না।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।’
হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানা গেছে, হাসপাতালে আসার আগেই সাব্বিরের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালকসহ আরও দুই আরোহী।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের লালন বাজার-পান্টি সড়কের জোতমোড়া স্কুল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সাব্বির হোসেন উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুরিয়া গ্রামের আলী হোসেনের ছেলে। স্থানীয় একটি কলেজের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ছাত্র তিনি। আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে সাব্বির হোসেন মোটরসাইকেল যোগে যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। অন্য একটি মোটরসাইকেলে তিনজন আরোহী জয়বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। জোতমোড়া স্কুলপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের স্থানীয়রা কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়া হলে সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, মোটরসাইকেলটি স্কুলপাড়া এলাকার বাবলু ফরায়েজির হেফাজতে রয়েছে।
এ বিষয়ে নিহতের ফুফাতো ভাই ও জোতমোড়া গ্রামের বাসিন্দা মাসুম বিল্লা বলেন, ‘সাব্বির রাতে জয়বাংলা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। স্কুলপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। আমরা মাইক্রোবাসে করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’
মাইক্রোবাসের চালক হাবিল বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন আহত হয়ে পড়ে ছিল। স্থানীয়রা আমার গাড়িতে তুলে দেয়। আমি কুষ্টিয়া সদর হাসপাতালে দিয়ে আসি। তবে তাঁদের নাম ঠিকানা জানি না।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।’
হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানা গেছে, হাসপাতালে আসার আগেই সাব্বিরের মৃত্যু হয়েছে।

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৯ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
২১ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩৬ মিনিট আগে