দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক আদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রত্যাহার করা হয়। কুষ্টিয়া জেলা পুলিশ ও নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কমিশন থেকে একটি মেইল আসে। উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত মেইল বার্তায় চলমান অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিক কারণে ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করতে বলা হয়েছে। তাঁর পরিবর্তে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করে তাঁর স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করে তাঁর পরিবর্তে বৃহস্পতিবার রাতেই নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এস এম জাবীদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবীদ হাসান আজকের পত্রিকাকে জানান, তিনি বুধবার রাতেই তাঁর নতুন কর্মস্থানে যোগদান করেছেন। এর আগে তিনি মিরপুর থানার তদন্ত কর্মকর্তা, কুষ্টিয়া সদর থানা ও সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
২৮ নভেম্বর দৌলতপুর উপজেলার ১৪টি ইউপিতে ভোটগ্রহণ হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ও একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। বিএনপির নেতারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। প্রতিদিন এই উপজেলায় নির্বাচনী সহিংসতা ঘটছে। নেতারা পথসভায় বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক আদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রত্যাহার করা হয়। কুষ্টিয়া জেলা পুলিশ ও নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কমিশন থেকে একটি মেইল আসে। উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত মেইল বার্তায় চলমান অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিক কারণে ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করতে বলা হয়েছে। তাঁর পরিবর্তে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করে তাঁর স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করে তাঁর পরিবর্তে বৃহস্পতিবার রাতেই নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এস এম জাবীদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবীদ হাসান আজকের পত্রিকাকে জানান, তিনি বুধবার রাতেই তাঁর নতুন কর্মস্থানে যোগদান করেছেন। এর আগে তিনি মিরপুর থানার তদন্ত কর্মকর্তা, কুষ্টিয়া সদর থানা ও সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
২৮ নভেম্বর দৌলতপুর উপজেলার ১৪টি ইউপিতে ভোটগ্রহণ হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ও একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। বিএনপির নেতারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। প্রতিদিন এই উপজেলায় নির্বাচনী সহিংসতা ঘটছে। নেতারা পথসভায় বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৫ ঘণ্টা আগে