কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সাতদিন ধরে আল আমিন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত ৩১ জানুয়ারি সোমবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
নিখোঁজ আল আমিন উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মো. ইমান শেখের পুত্র ও কুষ্টিয়া হাজী শরিয়তুল্লাহ ইয়াতিমখানার সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় গত শনিবার কুমারখালী থানায় একটি জিডি করেন ছাত্রের বাবা। জিডি নম্বর ২২৫।
থানায় করা জিডি সূত্রে জানা গেছে, আল আমিন কুষ্টিয়া হাজী শরিয়তুল্লাহ ইয়াতিমখানার হেফজ শাখার সপ্তম শ্রেণির ছাত্র। গত ২৮ জানুয়ারি সে বাড়িতে আসে। এরপর গত ৩১ জানুয়ারি দুপুরে কল্যাণপুর এলাকা থেকে শ্যালো ইঞ্জিন চালিত গাড়িতে করে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সেদিন সে মাদ্রাসায় ফিরে না গেলে মাদ্রাসা প্রধান জাহাঙ্গীর আলম তাঁর বাবাকে ফোনে বিষয়টি জানায়। পরে তাঁর বাবা ও স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে থানায় জিডি করে।
আরো জানা গেছে, নিখোঁজের দিন ছাত্রের গাঁয়ে খয়েরী রঙের জুব্বা, মাথায় সাদা টুপি এবং সাদা পাইজামা পড়া ছিল। তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি।
এ বিষয়ে নিখোঁজ ছাত্রের বাবা ইমান শেখ বলেন, হঠাৎ বাড়িতে এসেছিল। আমি সেদিন দুপুরে শ্যালো ইঞ্জিন চালিত গাড়িতে তুলে দিই। পরে মাদ্রাসার হুজুরের মাধ্যমে জানলাম সে ফেরেনি। পরে সকলস্থানে খুঁজাখুঁজি করেও না পেয়ে থানায় জিডি করেছি। সাতদিন হয়ে গেল এখন পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশী কার্যক্রম অব্যাহত রয়েছে।

কুষ্টিয়ার কুমারখালীতে সাতদিন ধরে আল আমিন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত ৩১ জানুয়ারি সোমবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
নিখোঁজ আল আমিন উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মো. ইমান শেখের পুত্র ও কুষ্টিয়া হাজী শরিয়তুল্লাহ ইয়াতিমখানার সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় গত শনিবার কুমারখালী থানায় একটি জিডি করেন ছাত্রের বাবা। জিডি নম্বর ২২৫।
থানায় করা জিডি সূত্রে জানা গেছে, আল আমিন কুষ্টিয়া হাজী শরিয়তুল্লাহ ইয়াতিমখানার হেফজ শাখার সপ্তম শ্রেণির ছাত্র। গত ২৮ জানুয়ারি সে বাড়িতে আসে। এরপর গত ৩১ জানুয়ারি দুপুরে কল্যাণপুর এলাকা থেকে শ্যালো ইঞ্জিন চালিত গাড়িতে করে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সেদিন সে মাদ্রাসায় ফিরে না গেলে মাদ্রাসা প্রধান জাহাঙ্গীর আলম তাঁর বাবাকে ফোনে বিষয়টি জানায়। পরে তাঁর বাবা ও স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে থানায় জিডি করে।
আরো জানা গেছে, নিখোঁজের দিন ছাত্রের গাঁয়ে খয়েরী রঙের জুব্বা, মাথায় সাদা টুপি এবং সাদা পাইজামা পড়া ছিল। তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি।
এ বিষয়ে নিখোঁজ ছাত্রের বাবা ইমান শেখ বলেন, হঠাৎ বাড়িতে এসেছিল। আমি সেদিন দুপুরে শ্যালো ইঞ্জিন চালিত গাড়িতে তুলে দিই। পরে মাদ্রাসার হুজুরের মাধ্যমে জানলাম সে ফেরেনি। পরে সকলস্থানে খুঁজাখুঁজি করেও না পেয়ে থানায় জিডি করেছি। সাতদিন হয়ে গেল এখন পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশী কার্যক্রম অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে